অর্ধশত বছরে কমেছে ৬৯ শতাংশ বণ্যপ্রাণী!

ডেস্ক রিপোর্ট :
গেল পঞ্চাশ বছরে ব্যাপকহারে কমেছে বণ্যপ্রাণীর সংখ্যা। বননিধন, বায়ুদূষণ, সাগর ও ভূমি দূষণের কারণে কমেছে এই বন্যপ্রাণীর সংখ্যা, ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত ডব্লিউডব্লিউএফ ও জুলজিকাল সোসাইটি লন্ডনের যৌথভাবে প্রকাশি প্রতিবেদনে দেখা গেছে, গড়ে বন্যপ্রাণীর সংখ্যা ১৯৭০-২০১৮ সাল পর্যন্ত ৬৯ শতাংশ কমেছে।

বিশ্বের ৫২৩০ প্রজাতির ৩২ হাজার বণ্যপ্রাণীর ওপর এই গবেষণা চালানো হয়েছে।

জুলজিকাল সোসাইটি লন্ডনের সংরক্ষণ ও নীতি বিষয়ক পরিচালক অ্যান্ড্রু টেরি বলেন, ‘এই তথ্যই বলে দেয় আমরা কীভাবে জীবনের উৎস ধ্বংস করছি এবং পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকেই যাচ্ছে।’ ‘জীববৈচিত্র্যের এই বিলুপ্তি ঠেকাতে এবং গুরুত্বপূর্ণ ইকোসিস্টেম (বাস্তুতন্ত্র) আগের অবস্থায় ফেরাতে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ও জনস্বাস্থ্যের মতো বিষয়গুলোকে প্রথান এজেন্ডা করতে হবে।’

ডব্লিউডব্লিউএফের আন্তর্জাতিক মহাপরিচালক মার্কো লাম্ববেরটিনি বলেন, ‘বার্তাটি পরিষ্কার, লালবাতি জ্বলে গেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *