প্রতিপক্ষ নিউজিল্যান্ড , লক্ষ্য সিরিজে ফেরার

স্পোর্টস ডেস্ক :

ব্যাটে-বলের ব্যর্থতায় প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে এবার স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে লিটন-মুস্তাফিজরা। এটি বাংলাদেশের জন্য সিরিজে ফেরার লড়াই।

আগামীকাল বোববার ক্রাইস্টচার্চে বাংলাদেশ সময় ১২টা ১০মিনিটে ম্যাচটি শুরু হবে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।  প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২১ রানে হেরে যায় বাংলাদেশ।

প্রথম ম্যাচ খেলতে না পারা সাকিব আল হাসান দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারেন। বাঁহাতি অলরাউন্ডারের ফেরা দলকে উজ্জীবিত করবে।

অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড মোটেও ভালো নয়। এই ফরম্যাটে দুই দল ১৫ ম্যাচে মুখোমুখি হয়। বাংলাদেশ মাত্র তিনটিতে জিতেছে। বাকি সবকটিতে হেরেছে। শুধু তাই নয়, নিউজিল্যান্ডের মাটিতে সাতটি টি-টোয়েন্টির সবকটিতেই হেরেছে লাল-সবুজের দল।

অবশ্য এ বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট ম্যাচ জিতেছিল বাংলাদেশ। এর আগ পর্যন্ত কিউইদের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচে সাফল্য পায়নি তারা।

এদিকে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে নিউজিল্যান্ড। কাল বাংলাদেশ ও নিউজিল্যান্ড ম্যাচ কেমন হয় সেটাই দেখার।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইয়াসির আলী রাব্বি, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, ইবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত।

নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, মার্ক চাম্পম্যান, ডেন ক্লিভার, মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, জেমস নিশাম, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট ও এডাম মিলনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *