বরিশালে পুলিশ স্বামীকে নিয়ে স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম গত ১৮ সেপ্টেম্বর বরিশাল নগরীর অপরাজয় বাংলাদেশ পথশিশু সেন্টারে যান।

তিনি সেখানে গিয়ে পথ শিশুদের নিয়ে একটি ছবি তুলে ফেসবুকে পোষ্ট করেন এই চৌকোস পুলিশ কর্মকর্তা। ছবিটি দেখে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম এর স্ত্রী।

তিনি স্ট্যাটাস দেখে একটি লেখা পোষ্ট দিয়েছে যা হুবাহু তুলে ধরা হল : বাবুর আব্বু তুমি আমার গর্ব।সালাম তোমাকে শত সালাম।তুমি গর্ববোধ করার মতো স্বামী আমার। তোমাকে আজ ওদের মাঝে দেখে বুকটা আজ আমার গর্বের মহা সাগর হয়ে গেছে।আমার ইচ্ছে হচ্ছে আমি তোমার সাথে এক হয়ে ওদের পাশে দাড়াতে। হে আল্লাহ প্রতিটা মানুষ আপনার সৃষ্টির মহান নিদর্শন ।

প্রতিটা মানুষ আপনার একেকটা প্রতিনিধি। কাউকে রাখেন গাছ তলায়, আবার কাউকে বালাখানায় সেইটা আপনিই ভালো জানেন,কোন মানুষের তা জানার ক্ষমতা রাখেনা।

জানার ক্ষমতাও মানুষের নেই।তারপরও কিছু কিছু মানুষকে আপনি দিয়েছেন দৌলতি তৌফিক কিন্তু কেউ কেউ আপনার অসহায় প্রতিনিধিদের পাশে দাড়ায় আবার কেউ দাঁড়ায় না।হে আল্লাহ আপনি ইচ্ছা করলে সবই পারেন।

আজ আমি সহি নিয়তে একটা জিনিসই চাইব আপনি আমাকে আমার স্বামীকে নেক আয়ু দান করে তার দৌলতি তৌফিক দান করুন,যেন আমরা স্বামী স্ত্রী এক হয়ে আপনার দ্বীনের রাস্তায়,এবং অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি।

হে আল্লাহ আপনি তো ইচ্ছা করলে সব পারেন।দয়া করে ওদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন।বাবুর আব্বু তুমি মাটি ও মানুষের সাথে এক হয়ে আরো মিশে যাও, মহান আল্লাহ তোমার সহায় হবেন।তুমি ঠিকমত আমাদের সময় দিতে পারনি তা নিয়ে কোন আফসোস নেই।তুমি অসহায়দের সাথে থাকো এটাই আমি চাই।

আজ তোমাকে এদের মাঝে দেখে মনের মাঝে গর্বের সাগরে জোয়ার ভরা ঢেউ যেন উছলে পরছে।তাই ধৈর্য ধরে আর থাকতে না পেরে দু’কলম লিখা।শত কাজ থেকে কখনো মুখ ফিরিয়ে নিবে না পিছ পা হবে,আমি জানি তুমি তা কখনো করনা যত পরিশ্রমই তোমার হয়।

তারপর ও স্ত্রী হিসাবে তোমার প্রতি আমার আকুল আবেদন এবং অনুরোধ রইল।

শত কাজে সব সময় আল্লাহ সহায় হন,আল্লাহ পাক সয়ং সাহায্য করেন।অবসর সময়ে যে সময়টা আমাদের দেওয়ার চেষ্টা করো সেইটা তাদের দিও আমার কোন ওঝর আপত্তি নেই।প্রমিজ করলাম।এটাও একটা এবাদত।

কবির ভাষায় লিখতে হয়,তুমি যে দিন এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি,হেঁসেছিল সবে।এমন জীবন করিবে গঠন, মরিলে হাঁসিবে তুমি,কাঁদিবে ভুবন।হে আল্লাহ আপনি আমার স্বামীকে তৌফিক দান করুন,শত কাজ করার।

এবং শত বছরের সতায়ু দান করুন,এবং আপনি সহায় হন সব সময়ের জন্য।আপনার দয়া ব্যাতিত সামনে আগানোর ক্ষমতা আমাদের নেই।হে আল্লাহ আপনি আপনার দয়ার চাঁদর,নিয়ামতের চাঁদর,রহমতের চাঁদর,সুস্থতার চাঁদর ও নিরাপত্তার

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম গত ১৮ সেপ্টেম্বর বরিশাল নগরীর অপরাজয় বাংলাদেশ পথশিশু সেন্টারে যান।

তিনি সেখানে গিয়ে পথ শিশুদের নিয়ে একটি ছবি তুলে ফেইজবুকে পোষ্ট করেন এই চৌকোস পুলিশ কর্মকর্তা। ছবিটি দেখে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম পিপিএম এর স্ত্রী।

তিনি স্ট্যাটাস দেখে একটি লেখা পোষ্ট দিয়েছে যা হুবাহু তুলে ধরা হল : বাবুর আব্বু তুমি আমার গর্ব।সালাম তোমাকে শত সালাম।তুমি গর্ববোধ করার মতো স্বামী আমার। তোমাকে আজ ওদের মাঝে দেখে বুকটা আজ আমার গর্বের মহা সাগর হয়ে গেছে।আমার ইচ্ছে হচ্ছে আমি তোমার সাথে এক হয়ে ওদের পাশে দাড়াতে। হে আল্লাহ প্রতিটা মানুষ আপনার সৃষ্টির মহান নিদর্শন ।

প্রতিটা মানুষ আপনার একেকটা প্রতিনিধি। কাউকে রাখেন গাছ তলায়, আবার কাউকে বালাখানায় সেইটা আপনিই ভালো জানেন,কোন মানুষের তা জানার ক্ষমতা রাখেনা।

জানার ক্ষমতাও মানুষের নেই।তারপরও কিছু কিছু মানুষকে আপনি দিয়েছেন দৌলতি তৌফিক কিন্তু কেউ কেউ আপনার অসহায় প্রতিনিধিদের পাশে দাড়ায় আবার কেউ দাঁড়ায় না।হে আল্লাহ আপনি ইচ্ছা করলে সবই পারেন।

আজ আমি সহি নিয়তে একটা জিনিসই চাইব আপনি আমাকে আমার স্বামীকে নেক আয়ু দান করে তার দৌলতি তৌফিক দান করুন,যেন আমরা স্বামী স্ত্রী এক হয়ে আপনার দ্বীনের রাস্তায়,এবং অসহায় দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি।

হে আল্লাহ আপনি তো ইচ্ছা করলে সব পারেন।দয়া করে ওদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন।বাবুর আব্বু তুমি মাটি ও মানুষের সাথে এক হয়ে আরো মিশে যাও, মহান আল্লাহ তোমার সহায় হবেন।তুমি ঠিকমত আমাদের সময় দিতে পারনি তা নিয়ে কোন আফসোস নেই।তুমি অসহায়দের সাথে থাকো এটাই আমি চাই।

আজ তোমাকে এদের মাঝে দেখে মনের মাঝে গর্বের সাগরে জোয়ার ভরা ঢেউ যেন উছলে পরছে।তাই ধৈর্য ধরে আর থাকতে না পেরে দু’কলম লিখা।শত কাজ থেকে কখনো মুখ ফিরিয়ে নিবে না পিছ পা হবে,আমি জানি তুমি তা কখনো করনা যত পরিশ্রমই তোমার হয়।

তারপর ও স্ত্রী হিসাবে তোমার প্রতি আমার আকুল আবেদন এবং অনুরোধ রইল।

শত কাজে সব সময় আল্লাহ সহায় হন,আল্লাহ পাক সয়ং সাহায্য করেন।অবসর সময়ে যে সময়টা আমাদের দেওয়ার চেষ্টা করো সেইটা তাদের দিও আমার কোন ওঝর আপত্তি নেই।প্রমিজ করলাম।এটাও একটা এবাদত।

কবির ভাষায় লিখতে হয়,তুমি যে দিন এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি,হেঁসেছিল সবে।এমন জীবন করিবে গঠন, মরিলে হাঁসিবে তুমি,কাঁদিবে ভুবন।হে আল্লাহ আপনি আমার স্বামীকে তৌফিক দান করুন,শত কাজ করার।

এবং শত বছরের সতায়ু দান করুন,এবং আপনি সহায় হন সব সময়ের জন্য।আপনার দয়া ব্যাতিত সামনে আগানোর ক্ষমতা আমাদের নেই।হে আল্লাহ আপনি আপনার দয়ার চাঁদর,নিয়ামতের চাঁদর,রহমতের চাঁদর,সুস্থতার চাঁদর ও নিরাপত্তার চাঁদর দিয়া বেষ্টনি দিয়া রাখুন আপনার কুদরতি চরণে।

মহান আল্লাহ যেন তোমার শত কাজের সহায় হন,এবং আমাদের যেন তৌফিক দান করে দুজন এক সাথে ওদের পাশে দাড়ানোর।এই দোয়া করি সব সময়।আমি গর্বিত তোমাকে নিয়া,তুমি আমার গর্ব।

হে আল্লাহ আপনি সহায় হন।ভাল থেকো সব সময় আল্লাহ পাকের নিকট দোয়া করি।আমাদের জন্য কোন চিন্তা করোনা।

এখানেই শেষ করলাম আল্লাহ তোমার সহায় হন। লেখা গুলাে পড়ে অনেকই সাধুবাদ জানিয়ে কমেন্ট করেছেন।

চাঁদর দিয়া বেষ্টনি দিয়া রাখুন আপনার কুদরতি চরণে।

মহান আল্লাহ যেন তোমার শত কাজের সহায় হন,এবং আমাদের যেন তৌফিক দান করে দুজন এক সাথে ওদের পাশে দাড়ানোর।এই দোয়া করি সব সময়।আমি গর্বিত তোমাকে নিয়া,তুমি আমার গর্ব।

হে আল্লাহ আপনি সহায় হন।ভাল থেকো সব সময় আল্লাহ পাকের নিকট দোয়া করি।আমাদের জন্য কোন চিন্তা করোনা।

এখানেই শেষ করলাম আল্লাহ তোমার সহায় হন। লেখা গুলাে পড়ে অনেকই সাধুবাদ জানিয়ে কমেন্ট করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *