করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭৮

ডেস্ক রিপোর্ট :

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৭৮ জন আক্রান্ত হয়েছে। অপরদিকে সুস্থ হয়েছেন ২৬০ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৩১ জনে। এদের মধ্যে ১৮ হাজার ৭২২ জন পুরুষ এবং ১০ হাজার ৬০৯ জন নারী। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ১৪ হাজার ৩৫৫ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৩০৭ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৮৮১টি ল্যাবরেটরিতে তিন হাজার ৩৩৭টি নমুনা সংগ্রহ এবং তিন হাজার ৩৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে আট দশমিক ৩৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।

দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *