টিকে থাকার ম্যাচে ভারতের পুঁজি ১৭৩ রান

স্পোর্টস ডেস্ক : 

পাকিস্তানের কাছে হেরে ভাগ্য ঝুলে আছে ভারতের। তাই এশিয়া কাপে টিকে থাকতে চাই শ্রীলঙ্কার বিপক্ষে জয়। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে লঙ্কানদের ১৭৪ রানের লক্ষ্য দিয়েছে রোহিত শর্মার দল।

আজ মঙ্গলবার সুপার ফোরের ম্যাচে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে ১৭৩ রান তুলেছে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেছেন রোহিত শর্মা। ৪১ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ৫ বাউন্ডারি ও ৪ ছক্কা দিয়ে।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন টস হেরে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খায় ভারত। মাত্র ১৩ রানে হারায় বিরাট কোহলি ও লোকেশ রাহুলের উইকেট।

ইনিংসের দ্বিতীয় ওভারেই মাহেশ থিকশানার এলবির ফাঁদে পড়েন রাহুল। ৭ বলে ৬ করে বিদায় নেন তিনি। পরের ওভারে কোহলিকে হারিয়ে আরও বড় ধাক্কা খায় ভারত। ছন্দে ফেরার আভাস দেওয়া কোহলি আজ রানের খাতাও খুলতে পারেননি।

শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। সেই চাপ সামলে ভারতকে পথ দেখান রোহিত শর্মা। যাদবকে নিয়ে দলকে টানেন অধিনায়ক। এর মধ্যে মাত্র ৩২ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৩ তম ওভারে থামেন তিনি। করুনারত্নের স্লোয়ার বলে আপারকাট করতে গিয়ে ডিপ পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর যাদবও ফিরে যান। দাসুন শানাকার বলে থামে তাঁর প্রতিরোধ। ২৯ বলে ৩৪ রান করেন যাদব।

এরপর জুটি গড়ে ভারতকে ১৭৩ রানের পুঁজি এনে দিতে সাহায্য করেন হার্দিক পান্ডিয়া ও পন্থ। ১৩ বলে ১৭ রান করেন পান্ডিয়া। পন্থও করেন ১৭ রান। শেষ দিকে অশ্বিন করেন ১৫ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *