৪৪ বছর পরে বরিশালে বৃহত্তর পরিসরে শোকাবহ আগস্টের স্মৃতিচার

মোঃ শাহাজাদা হীরা: কোন মায়ের চোখের সামনে তার দুধের সন্তানসহ তার পরিবারের নির্মম মৃত্যু, বাবার সামনে তার শিশু সন্তানসহ পরিবারের মৃত্যু দেখেও কিভাবে ৪৪ বছর বেঁচে থাকে একটি পরিবার, আপনারা কি সে অনুভূতি উপলব্ধি করতে পারছেন? অশ্রুসিক্ত চোখে স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে, ১৫ আগস্ট নির্মমতার শিকার সাহান আরা বেগম। আজ ৩১ আগস্ট শনিবার সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ও বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতায় নগরীর ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে শোকাবহ আগস্ট স্মরণে দোয়া ও স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শোকাবহ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদতবরণকারী সকল শহীদদের স্মরণে জেলা প্রশাসন বরিশাল এর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা), পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটি ও সংসদ সদস্য, বরিশাল-১, আবুল হাসানাত আবদুল্লাহ্। উক্ত আলোচনা সভায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় ও সংসদ সদস্য, বরিশাল-৫, জাহিদ ফারুক, এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, বরিশাল জেলা শাখা, সাহান আরা বেগম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র, বরিশাল সিটি কর্পোরেশন, সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, বরিশাল-৩, গোলাম কিবরিয়া টিপু, সংসদ সদস্য, বরিশাল-৬, বেগম নাসরিন জাহান রতনা, সংসদ সদস্য, মহিলা আসন-২৮, এ্যাড. সৈয়দা রুবিনা আক্তার মিরা, বাংলাদেশ জাতীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার, বরিশাল বিভাগ, মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, উপ-মহা পুলিশ পরিদর্শক, বরিশাল রেঞ্জ, মোঃ শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার), বরিশাল জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, তালুকদার মোঃ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সভাপতি, এ্যাডঃ গোলাম আব্বাস চৌধুরী দুলাল, বরিশাল মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক, এ কে এম জাহাঙ্গীর, ১৫ আগস্টের নির্মমতার শিকার ব্যক্তিদের মধ্যে খন্দকার জিল্লুর রহমান, বীর প্রতীক মহিউদ্দিন মানিকসহ, র‌্যাব-৮ এর সিইও, পুলিশ সুপার বরিশাল, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান, পরিচালক শেবাচিম, বরিশাল জেলার সকল উপজেলা চেয়ারম্যান, বরিশাল সিটি কর্পোরেশন এর সকল ওয়ার্ড কাউন্সিলর, সরকারি কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক, এনজিও ও সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে শোকাবহ আগস্ট অনুষ্ঠানে প্রায় ৩০ হাজার মানুষের সমাগম হয়েছে। মঞ্চে অন্যান্যদের মাঝে সেদিনের নির্মমতায় বেঁচে যাওয়া বরিশাল ক্রিডেন্স ব্যান্ড দলের কজন সদস্য ললিত কুমার দাস, রফিকুল ইসলাম পিন্টু, প্রফেসর সাইফুল ইসলাম তপন, মুকুল দাস, দিলীপ দত্ত, আবদুর রউফ খান নান্টু। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শাহাদাতবরণকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে ১৫ আগস্টের নির্মম বর্বরতায় শিকার সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে অতিথিরা সেদিনের স্মৃতিচারণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *