ঈদের দ্বিতীয় দিনেও বরিশাল জেলা প্রশাসন এর উদ্যোগে ডেঙ্গু বিষয়ক সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ

মোঃ শাহাজাদা হীরা:

ডেঙ্গুতে আতঙ্ক না হয়ে সচেতন হোন এই স্লোগান নিয়ে আজ ১৩ আগস্ট সকাল ১১ টায়, বরিশাল জেলা প্রশাসন এর উদ্যোগে ঈদের দ্বিতীয় দিনে রুপাতলী বাসস্ট্যান্ডে ডেংগু বিষয়ক সচেতনতার লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। ঈদে ঘরমুখো মানুষ ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে তাদের ঈদযাত্রা নির্বিঘ্ন করার পাশাপাশি তাদের সুস্থতা কামনা করে জেলা প্রশাসন বরিশাল এর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত আছে। বরিশাল রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় ডেঙ্গু বিষয়ক সচেতনতার পাশাপাশি লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, প্রশান্ত কুমার দাস, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, রুম্পা ঘোষ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, ফারজানা আক্তার। আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রুপাতলী মিনিবাস মালিক সমিতি, কাওছার হোসেন শিপন, সাধারন সম্পাদক শ্রমিক লীগ, সুলতান মাহমুদসহ বাস মালিক ও শ্রমিক বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে ডেঙ্গু বাহি মশা এর বিস্তার রোধে গণ সচেতনতা বৃদ্ধির লক্ষে বরিশাল রূপাতলী বাস স্ট্যান্ডে র‌্যালি করা হয়। বাসস্ট্যান্ডে যাত্রী চালক ও শ্রমিকদের পাশাপাশি বাসএস্টান এর আশেপাশে ফলের দোকান, চায়ের দোকান, হোটেল, মুদি দোকানসহ অন্যান্য দোকানগুলোতে ডেঙ্গু বিষয়ক গণসচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয় জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *