বরিশালে ছুটির দিনেও জেলা প্রশাসনের মশক নিধনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

মোঃ শাহাজাদা হীরা: ডেঙ্গুতে আতঙ্ক না হয়ে সচেতন হোন এই স্লোগান নিয়ে আজ ১০ আগস্ট সকাল ১০ টা থেকে জেলা প্রশাসন বরিশাল এর উদ্যোগে বরিশাল সিটি কর্পোরেশনসহ বিভিন্ন উপজেলায়, ছুটির দিনেও ডেঙ্গু বিষয়ক সচেতনতা মশক নিধনে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রয়েছে। মাধবপাশা চন্দ্রদ্বীপ হাইস্কুল ও কলেজ বাবুগঞ্জ, উজিরপুর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে, কলেজ অডিটোরিয়াম, উপজেলা পরিষদ হল রুম ও ক্যম্পাস প্রাঙ্গণে ডেঙ্গু বিষয়ক সচেতনতা মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল, শহীদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ, সুজিত হালদার, উপজেলা নির্বাহী অফিসার উজিরপুর, মাসুমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) বাবুগঞ্জ, নুসরাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) উজিরপুর, মোঃ মাহাবুব উল্লাহ মজুমদার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, জেলা প্রাণিসম্পদ অফিসার বরিশাল, ড. মোঃ নূরুল আলম, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বরিশাল, বিমল চন্দ্র দাস, সহসভাপতি বরিশাল জেলা আওয়ামীলীগ বরিশাল, মোহাম্মদ হোসেন চৌধুরী, চেয়ারম্যান উপজেলা পরিষদ উজিরপুর, আব্দুল মজিদ সিকদার বাচ্চু, সদস্য জেলা পরিষদ উজিরপুর, এস, এম, জামাল হোসেন, মেয়র উজিরপুর পৌরসভা উজিরপুর, মোঃ গিয়াস উদ্দিন বেপারীসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন। শুরুতে জেলা প্রশাসক গুজব, মিথ্যাচার, মাদক, বাল্যবিবাহ, বিভ্রান্তি ও জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে এবং ডেঙ্গু বাহি মশা এর বিস্তার রোধে গণ সচেতনতা বৃদ্ধির লক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সকলের প্রতি দেশের চলমান ডেঙ্গু রোগ থেকে বাঁচতে মশা নিধন ও মশার বংশ বিস্তার রোধে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রেখে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কোন ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। পরে তিনি স্কুল ও কলেজ চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা কর্যক্রমের সূচনা করেন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন। এদিকে বরিশালে শহীদ আরজু মনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় কাউনিয়া থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল, প্রশান্ত কুমার দাস এর নেতৃত্বে ১ এবং ৩ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর, মোঃ মোশারেফ হোসেন, ১ এবং ৩ নং ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ, বিভিন্ন উন্নয়ন সংস্থা (এনজিও), শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *