বরিশালে বৃক্ষরোপন করল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

আকিব মাহমুদ,বরিশাল: ‘সবুজ পৃথিবীই আমাদের ঠিকানা’ এই স্লোগান নিয়ে আজ শনিবার সরকারি ব্রজমোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা (২০১৫-১৬ শিক্ষাবর্ষ) বৃক্ষরোপন কর্মসূচীর সূচনা করেন। আজ সকাল ১০টায়  সরকারি বিএম কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচীর উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার। উদ্বোধন শেষে নগরীর সরকারি বরিশাল কলেজ, বিএম স্কুল, সরকারি জিলা স্কুল, সরকারি মহিলা কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে প্রাঙ্গণে বনজ, ওষধি এবং ফলদ প্রজাতির ১২৫টি বৃক্ষ রোপন করেন তারা। বৃক্ষগুলোর পরিচিতির জন্য বৃক্ষের নাম এবং বৈজ্ঞানিম নাম সহ পরিচিতি এঁটে দেন তারা।  বৃক্ষরোপন প্রসংগে রেদোয়ান বলেন, বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রমাগত উত্তপ্ত হচ্ছে পরিবেশ, তাই আমাদের পরিকল্পনা বৃক্ষরোপনের মাধ্যমে দেশ, প্রকৃতি ও পরিবেশ রক্ষা করা। মাহাদী নামের আরেকজন জানান, আমরা আমাদের কর্মপরিকল্পনা পুরো বরিশাল বিভাগব্যাপী ছড়িয়ে দিতে চাই। লোকজনকে উদ্বুদ্ধকরনের মাধ্যমে আমরা গড়তে চাই সবুজ বাংলাদেশ। শিক্ষার্থীদের এমন উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান খান মোঃ গাউস মোসাদ্দিক বলেন, আমরা জানি কোনো দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু বাংলাদেশে সেটা নেই। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী বনায়নের জন্য বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন। এছাড়া বৃক্ষরোপন সহশিক্ষা কার্যক্রমের একটি অংশ। আমাদের বিভাগীয় শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই, কারন এসব দেখে কলেজের অনেক শিক্ষার্থী উদ্বুদ্ধ হলে সবুজে সবুজে ভরে যাবে গোটা পৃথিবী। শিক্ষার্থীদের এমন ভালো যেকোনো উদ্যোগের পৃষ্ঠপোষকতা করতে বিভাগ সব সময় পাশে থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য বৃক্ষরোপন কর্মসূচী ২০১৯ এর উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খান মোঃ গাউস মোসাদ্দিক, সহযোগী অধ্যাপক মামুনুর রশীদ খান, সহকারী অধ্যাপক বিদিতা বেগ,সহকারী অধ্যাপক এম.এম তারিকুজ্জামান, প্রভাষক ফিরোজ আহমেদ, প্রভাষক সেকেন্দার হাওলাদার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং বিভাগীয় শিক্ষার্থীসহ কলেজের অন্যান্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *