উত্তাল বঙ্গোপসাগর : কক্সবাজারে পর্যটকদের সমুদ্রে না নামার নির্দেশ

আবহাওয়া ডেস্ক : 
কক্সবাজার সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সমুদ্র উত্তাল থাকায় পর্যটকদের সমুদ্রে না নামার জন্য নির্দেশ দিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে—সুস্পষ্ট লঘুচাপ ও বায়ুচাপের পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকুলীয় জেলাগুলো এবং অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম জানান, সমুদ্রে তিন নম্বর সতর্কতা সংকেত থাকায় সাগর উত্তাল রয়েছে। দুর্ঘটনা এড়াতে ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের পানিতে নামার ক্ষেত্রে নিরুৎসাহ দিচ্ছেন। সৈকতে টহলরত ট্যুরিস্ট পুলিশের সদস্যেরা পর্যটকদের সচেতনতায় মাইকিং অব্যাহত রেখেছেন।

কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া জানান, কক্সবাজারের উপকূলীয় এলাকায় আজ বৃহস্পতিবার সকাল থেকে গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরা ট্রলারকে পরবর্তী সংকেত না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *