সাফল্যে শীর্ষে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক : 
বার্মিংহাম কমনওয়েলথ গেমসে এখন পর্যন্ত কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। সাতটি ইভেন্টে অংশ নিচ্ছে তারা। চলমান এই গেমসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সাফল্য পাচ্ছে অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় স্থানে আছে ইংল্যান্ড।

কমনওয়েলথ গেমসের ওয়েবসাইটের খবরে জানা গেছে, পঞ্চম দিন শেষে অস্ট্রেলিয়া ৩১টি স্বর্ণ, ২০টি রুপা ও ২০টি ব্রোঞ্জ জিতে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ড জিতেছে ২১টি স্বর্ণপদক। তারা ২২টি রুপা ও ১৩টি ব্রোঞ্জ জিতে। আর নিউজিল্যান্ড ১৩টি স্বর্ণ, ৭টি রুপা ও ৪টি ব্রোঞ্জ জিতে তৃতীয় স্থানে আছে।

সেরা দশের মধ্যে যথাক্রমে কানাডা ৬টি স্বর্ণ জিতে চতুর্থ, দক্ষিণ আফ্রিকা (৫) পঞ্চম, ভারত (৩) ষষ্ঠ, স্কটল্যান্ড সপ্তম (২), মালয়েশিয়া (২) অষ্টম, নাইজেরিয়া (২) নবম ও  ওয়েলস (১) দশম স্থানে রয়েছে।

গেমসে ৭২টি দেশের ৫০৫৪ জন অ্যাথলেট ২০টি ডিসিপ্লিনের ২৮০টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডিসিপ্লিনগুলো হলো—সাঁতার অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বিচ ভলিবল, বক্সিং, টি-টোয়েন্টি ক্রিকেট, সাইক্লিং, জিমন্যাস্টিকস, হকি, জুডো, লনবল, নেট বল, রাগবি, স্কোয়াশ, টেবিল টেনিস, ট্রাইথলন, ভারোত্তোলন, প্যারা পাওয়ার, লিফটিং ও কুস্তি।

১৯৩৪ সালে লন্ডন, ২০০২ সালে ম্যানচেস্টারের পর তৃতীয়বার ইংল্যান্ডে কমনওয়েলথ গেমস আয়োজন হতে চলেছে।

শুরুর দিকে এই গেমসটি ব্রিটিশ এম্পায়ার নামে পরিচিত ছিল। ১৯৫৪ সালে ব্রিটিশ এম্পায়ার ও কমনওয়েলথ গেমস নামে হয়। ১৯৭০ সালে ব্রিটিশ কমনওয়েলথ গেমস নাম হয়। আর ১৯৭৮ সালে কমনওয়েলথ গেমস নামকরণ হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *