বরিশালে মাদক মামলায় একজনের কারাদন্ড

শামীম আহমেদ ॥

মাদক মামলায় বরিশাল নগরীর ধান গবেষনা রোড এলাকায় জামাল নামে এক মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দেয়া হয়েছে। গত ২৫ জুলাই সোমবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো: শামীম আহম্মেদ এ রায় দেন। রায়ে তাকে ১০ মাসের সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারদন্ড দেয়া হয়। মামলা সূত্রে জানাযায়, গত ২০১৬ সালের ফেব্রয়ারী মাসের কোতয়ালী মডেল থানার এসআই মো: রিয়াজুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ধানগবেষনা রোড এলাকার জিয়ানগরস্থ মোতালেব মেম্বার বাড়ির মৃত মোতালেব হাওলাদারের ছেলে জামাল হাওলাদারের বসত ঘরে তল্লাশী চালিয়ে খাটের নিচ থেকে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। সাজাপ্রাপ্ত আসামী জামাল গারদে থাকাবস্থায় সাংবাদিকের উপস্থিতিতে উচ্চস্বরে অভিযোগ করে বলেন, আমি ২৪ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক সাফিন মাহামুদ তারিকের লোক ছিলাম। ওই মাদক আমার নয়। তার কথা না শোনায় তারিক ভাই মাদক দিয়ে আমাকে ষড়যন্ত্র মূলকভাবে ফাঁসিয়েছে। খোঁজ নিয়ে জানাযায়, সাফিন মাহামুদ তারিক ক্ষমতার প্রভাব খাটিয়ে ২৪ নং ওয়ার্ডে এমন কোন অপকর্ম নেই যে তিনি করনেনি। সরকারী খাল দখল করে অবৈধভাবে দোকান নির্মান, উঠতি বয়সের কিশোরদের দিয়ে মাদক ব্যবসাসহ বিভিন্ন কাজের সংশ্লিষ্টতার অভিযোগ তার বিরুদ্ধে। এই অবৈধ উপর্জান দিয়ে নিজ এলাকায় গড়ে তুলেছেন বহুতল ভবন। নামে বেনামে গড়ে তুলেছেন সম্পদের পাহাড়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *