বিপিএলের ৩ বছরের সূচি চূড়ান্ত; চুক্তি হবে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে

স্পোর্টস ডেস্ক : 
বিপিএলকে আরও উচ্চতায় নিতে এই আয়োজনকে একটা কাঠামোয় আনতে চাইছে বিসিবি। আজ বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় টুর্নামেন্টটির আগামী তিন বছরের সূচি চূড়ান্ত হয়ে গেছে। তিনটি টুর্নামেন্টই জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়ে শেষ হবে ফেব্রুয়ারিতে।

২০২৩ সালের বিপিএল অনুষ্ঠিত হবে ৪৩ দিনব্যাপী। ৫ জানুয়ারি উদ্বোধন আর ফাইনাল ১৬ ফেব্রুয়ারি। ২০২৪ সালের বিপিএলেও ৪৩ দিনের। ৬ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। ২০২৫ সালের বিপিএল ১ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১১ ফেব্রুয়ারি। সেই বিপিএলের ব্যাপ্তি ৪২ দিনের।

বিপিএলের প্রায় প্রতিটি আসরেই নতুন ফ্র্যাঞ্চাইজি দেখা যায়। এতে নষ্ট হয় ধারাবাহিকতা। একটি দল গড়ে তোলার সময় থাকে না। অন্যদিকে আইপিএলসহ বেশির ভাগ লিগেই ফ্র্যাঞ্চাইজিগুলো লম্বা সময়ের জন্য দল গঠনের সুযোগ পাচ্ছে। এমন সমস্যা সমাধানে এবার ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে তিন বছরের চুক্তিতে যাচ্ছে বিসিবি। বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *