বরিশালে এসএনডিসির ‘আষাঢ়ে সুরক্ষা’ প্রজেক্টের প্রথম ধাপ সম্পন্ন

তানজীল ইসলাম শুভ,বরিশাল:

ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ছয়টি ঋতুর কথা বলা হলেও বাংলাদেশে দু’টি ঋতুই বর্তমানে দেখা যায়। তেমনি এই ছয় ঋতুর মধ্যে অন্যতম ঋতু হলো “বর্ষা”। আর এই বর্ষাকালে কখনও কখনও থেমে থেমে বৃষ্টি হয় কখনো বা লাগাতার পড়তেই থাকে। যার কারণে অনেক মানুষ অসুস্থতায় ভুগে। শহরে কিছুটা কম হলে গ্রামে এর প্রভাব পড়ে বেশি। কেননা গ্রামাঞ্চলের মানুষ এগুলা নিয়ে সচেতন না। ধারই ধারাবাহিকতায় বরিশালের স্থানীয় সামাজিক সংগঠন এই সকল গ্রামের শিশুদের নিয়ে আয়োজন করে প্রজেক্ট ” আষাঢ়ে সুরক্ষা “যেখানে গ্রামের মানুষ থেকে শুরু করে সকল বস্তি এবং প্রাইমারি স্কুলের শিশুদের আষাঢ় মাসের সকল ধরনের রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যায়, কিভাবে পানি বাহিত রোগ থেকে মুক্তি পাওয়া যায়, কিভাবে নদীর বা পুকুরের পানি বিশুদ্ধ করা যায়, দূষিত পানি পান করলে কি রোগ হয়,নিরাপদ এবং পাঁকা পায়খানা ব্যবহার না করলে কি অসুখ হয়, এবং এই আষাঢ় মাসে অসুস্থ হলে প্রাথমিকভাবে কি সেবা নেয়া দরকার ইত্যাদি স বিষয়ে সচেতনতা মূলক সেমিনার আয়োজন করা হবে। তারই ধারাবাহিকতায় বরিশালের রসূলপুর বস্তিতে উক্ত প্রজেক্টের প্রথম ধাপ সম্পন্ন হয়। আজ শুক্রবার বিকেল ৪ টা প্রোগ্রামটি শুরু হলে এতে প্রাধান আলোচক হিসেবে কথা বলেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের ইন্টার্নি চিকিৎসক এস এম ডালিম, এবং বিশেষ আলোচক ছিলেন ডাঃ তাহের। প্রধান আলোচক শিশুদেরকে পানি বাহিত রোগ থেকে মুক্তির বিষয় গুলো বলে দেন এবং এর প্রাথমিক চিকিৎসা হিসেবে আমরা কোন ঔষধ ব্যবহার করবো তাও বলে দেন। এরপর আলোচনা করেন সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। সংগঠনের সভাপতি তানজীল ইসলাম শুভ’র সাথে কথা বললে তিনি জানান মূলত মানুষকে সচেতন করার জন্যই আমরা এই আয়োজন করেছি,আমরা আজকে এখানে করেছি পরবর্তীতে আরো কয়েকটি অঞ্চলে আমরা এই কাজ করবো তাছাড়া এটা ছাড়াও আমাদের নারীদের নিয়ে একটি প্রজেক্ট “তুমি ই নারী” আমাদের চলমান , এর মাধ্যমেও আমরা গ্রামের মানুষদের মাঝে সচেতনতা বাড়াতে চাই ,এতে উপস্থিত ছিলেন এসএনডিসির সম্পাদক হাসিব মৃধা, প্রজেক্ট অফিসার শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জুনায়েদ,পি আর ও সোহান, কোষাধ্যক্ষ বিনু,মিডিয়া সম্পাদক আলাউদ্দিন,অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তানজিলা,স্বর্ণা,মাহাদী,সুব্রত, রাইয়ান,মুমতাহিনা সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *