নলছিটি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে পদ পেতে মরিয়া বয়সসীমা অতিক্রম করা দুই নেতা

নিজেস্ব প্রতিবেদক: নলছিটি উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনার মাঝে উত্তাপ ছড়াচ্ছে আলোচিত দুই প্রার্থীর ছাত্রলীগ করার বয়সসীমা অতিক্রম করা। উপজেলা ছাত্রলীগ এর দুই সভাপতি প্রার্থী তরিকুল ইসলাম হিরন যার জন্মতারিখ ৮ অক্টোবর ১৯৮৯।

 

আর একজন সভাপতি প্রার্থী প্রিন্স মাহমুদ বাবু যার জন্মতারিখ ১ জানুয়ারি ১৯৯০। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী ২৯ ববছরের অধিক কেউ ছাত্রলীগার পদপদবি পাওয়ার বিধান না থাকলেও এই দুই বয়সসীমা অতিক্রম করা ছাত্রলীগ নেতা পদ পেতে অনেক আগ থাকেই দৌড়ঝাঁপ শুরু করেছে বলে জানা যায়। নির্বাচন কমিশনের ছবি যুক্ত চূড়ান্ত ভোটার লিস্ট দেখে যানা যায় মোহাম্মদ প্রিন্স ওরফে বাবু জন্ম তারিখ ০১/০১/১৯৯০। তার ভোটার নম্বর ৪২০৪৪০২৫৯৫০৪। অপর দিকে অন্য এক সভাপতি প্রার্থী এস এম তরিকুল ইসলাম তালুকদার ওরফে হিরন তালুকদার যার জন্ম তারিখ ০৮/১০/১৯৮৯। তার ভোটার নং ৪২০৪৫৪২৬৭৭৬৭। ছাত্রলীগের একটি সূত্র জানায় যে ঐ দুই প্রার্থী ভুয়া জাতীয় পরিচয় পত্র তৈরি করে সেটা উপস্থাপন করার চেষ্টা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতা বলেন, যদি বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র বিরোধী কোন বয়স সীমা অতিক্রম কারা কোন ছাত্রকে দিয়ে নতুন কমিটিতে রাখা হয় তাহলে তাদের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আমির হোসেন আমু এমপির ও কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে বিষয়টি অবহিত করবেন বলে হুশিয়ারি দেয়। ছাত্রলীগের আর একটি সূত্র জানায়, নলছিটি-ঝালকাঠি সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্জ্ব আমির হোসেন আমু ঝালকাঠি জেলা ছাত্রলীগকে নির্দেশনা দিয়েছে, ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী নলছিটির নতুন কমিটিতে যেন কোন মাদকসক্ত, অছাত্র ও বয়স সীমা অতিক্রম করা দায়িত্ব দেয়া না হয়। মাদকমুক্ত, শিক্ষিত, প্রকৃত ছাত্র যারা গঠনতন্ত্র অনুযায়ী ছাত্রলীগ করতে পারবে তাদেরকেই যেন দায়িত্ব দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *