কুরবানির হাটের জন্য প্রস্তুত সাড়ে ২৩ মণ ওজনের তুতুল বাহাদুর

ডেস্ক রিপোর্ট:

কুরবানির হাটের জন্য প্রস্তুত করা হয়েছে সাড়ে ২৩ মণ ওজনের গরু তুতুল বাহাদুরকে। এবারের কুরবানিতে এই গরুটি ঢাকা জেলার ধামরাইয়ের সবচেয়ে বড় গরু বলে দাবি করেছেন গরুর মালিক। গরুটির মালিক কষ্টিপুর জালসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোফাজ্জল হোসেন। তিনি জালসা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। অনেক শখ করে গরুটি পালন করেছেন ওই স্কুল শিক্ষক।

গত বছর কুরবানির সময় কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় গরুটি বিক্রি হয়নি। তাই এবার ঈদে গরুটি বিক্রি করা হবে আলোচনা সাপেক্ষে। গত বছর গরুটির দাম হয়েছিল ১২ লাখ টাকা।

৪৪ মাস ধরে অতি যত্নে তুতুল বাহাদুরকে পালন করা হয়েছে। কোনো রাসায়নিক খাবার কিংবা মোটাতাজাকরণ ওষুধ খাওয়ানো হয়নি। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়ানো হয়েছে। যেমন নিজস্ব বাগানের সবরি কলা, জমির ঘাস, ধানের কুড়া ও গমের ভুষি। কাজেই গরুটি পালনে কোনো প্রকার ফ্যান লাগে না।

যে কারণে গত বছরের কুরবানির জন্য প্রস্তুত করা গরুটি এবারের কুরবানির সময়েও সুস্থ আছে। লোকজন না থাকায় গরুর মালিকের ইচ্ছা দাম কমবেশি যাই-ই হোক না কেন তিনি গরুটি বাড়ি থেকে বিক্রি করতে চান।

বিষয়টি নিশ্চিত করেছেন ৭নং গাঙ্গুটিয়া ইউনিয়নের সদস্য মো. মিজানুর রহমান মিজান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *