কেক কেটে পদ্মা সেতু উদ্বোধনের উচ্ছ্বাসে সামিল ক্রিকেটাররা

স্বপ্নের পদ্মা সেতু আজ সত্যি। প্রমত্তা পদ্মা জয়ের ইতিহাস রচিত হলো বাঙালির অনন্য সাহসিকতায়। দেশের দখিনের দুয়ার আজ খোলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে উচ্ছ্বাসে ভাসিয়ে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করলেন নিজের সাহস আর একান্ত প্রচেষ্টায় গড়া পদ্মা সেতু।

এমন মাহেন্দ্রক্ষণে সুদূর ওয়েস্ট ইন্ডিজের সেন্ট লুসিয়া থেকে বাংলাদেশের এ বিজয়ের উৎসবে শামিল হলেন টাইগাররা। কেক কেটে পদ্মা সেতু উদ্বোধনের শুভক্ষণ উদযাপন করলেন সাকিব আল হাসানের বাহিনী।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজের মাঝেই উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতু। গতকাল শুক্রবার ২৪ জুন সেন্ট লুসিয়ায় মাঠে গড়িয়েছে দ্বিতীয় টেস্ট। আজ শনিবার ২৫ জুন দ্বার খুলে গেল পদ্মা সেতুর। পদ্মা নদীর দুই পাড়ের মাঝে চালু হলো ঐতিহাসিক সড়ক যোগাযোগ।

ব্যাপারটা মাথায় রেখেই দুই ম্যাচের এই সিরিজের নাম রাখা হয়েছে পদ্মা সেতুর নামে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলতে যাওয়া সিরিজের নামকরণ করা হয়েছে ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ, প্রেজেন্টেড বাই ওয়ালটন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *