রাত পোহালেই তালতলীর পাঁচটি ইউনিয়ন পরিষদে ইভিএম পদ্ধতিতে ভোট

আমতলী (বরগুনা) প্রতিনিধি।
রাত পোহালেই (বুধবার) বরগুনার তালতলী উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হয়েছে। ভোট গ্রহনের প্রয়োজনীয় সরঞ্জাম মঙ্গলবার কেন্দ্রে কেন্দ্র পাঠানো হয়েছে বলে জানান তালতলী নির্বাচন অফিসার মোঃ মোস্তফা কামাল। এই প্রথম ইভিএম পদ্ধতিতে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৫৮ হাজার ৫৬০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইভিএম পদ্ধতিতে ভোটদানে আনন্দ থাকলেও সাধারণ ভোটারদের মাঝে সঙ্কা রয়েছে।
জানাগেছে, তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া, ছোটবগী, কড়াইবাড়িয়া, বড়বগী, নিশানবাড়িয়া ও সোনাকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করে ইসি। ওই ছয়টি ইউনিয়নে মধ্যে সোনাকাটা ইউনিয়ন পরিষদে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ না থাকায় সোমবার বিকেলে এক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচন স্থগিত করে দেয় ইসি। বাকী পাঁচটি ইউনিয়নে বুধবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ওই পাঁচটি ইউনিয়নে ৫৮ হাজার ৫৬০ জন ভোটার ইভিএম পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইভিএম পদ্ধতিতে ভোটদানে আনন্দ থাকলেও ভোটারদের মাঝে সঙ্কা বিরাজ করছে। এ ভোট গ্রহন সম্পন্ন করতে উপজেলা নির্বাচন অফিসার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। কেন্দ্রে কেন্দ্রে মঙ্গলবার নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম পৌছে দেয়া হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রত্যেক ইউনিয়নে আনসার, পুলিশ, র‌্যাব, বিজিবি, কোষ্টগার্ড, মোবাইল টিম ও স্টাইকিং ফোর্সসহ ৮ টি ইউনিট কাজ করবে বলে জানান ওসি কাজী সাখাওয়াত হোসেন অপু।
তালতলী উপজেলা নির্বাচন অফিসার মোঃ মোস্তফা কামাল বলেন, পাঁচটি ইউনিয়নের ভোট গ্রহনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রত্যেকে কেন্দ্রে নির্বাচনের প্রয়োজনীয় সরঞ্জাম পৌছে দেয়া হয়েছে। সদা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছেন।
তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন অপু বলেন, শান্তিপুর্ণভাবে ভোট গ্রহনে পুলিশ প্রশাসন সদা প্রস্তুত রয়েছে। বিশৃঙ্খ্লা করলেই দ্রুত ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *