নারী উন্নয়নে বাজেট বৃদ্ধির দাবিতে বরিশালে সমাবেশ

বরিশাল প্রতিনিধি:
গৃহস্থালি কাজের আর্থিক মূল্য জিডিপিতে আন্তর্ভুক্ত করাসহ নারী উন্নয়নে বাজেট বাড়ানোর দাবিতে বরিশালে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সংগঠনের বরিশাল জেলা শাখার উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ মনীষা চন্ত্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহিলা ফোরাম ২ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি শানু বেগম, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি নাজমুন নাহার, সুইটি আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সদস্য লামিয়া সাইমুন প্রমুখ। মনীষা চক্রবর্তী বলেন, গৃহস্থালি কাজে মহিলারা বছরে ১১ লক্ষ কোটি টাকার উপরে মূল্য তৈরি করেন যা জিডিপিতে অন্তর্ভুক্ত হয়না। ফলে গৃহস্থালি কাজের কোন রাষ্ট্রীয় বা সামাজিক স্বীকৃতি মেলেনা, বিপুল শ্রম অবমূল্যায়িত হয়। তিনি আরও বলেন, বরিশাল একটি বিভাগীয় শহর হওয়ার পরেও এখানে নারীদের জন্য কোন মানসম্মত পাবলিক টয়লেট নেই, কর্মজীবী নারীদের জন্য কোন ডে কেয়ার সেন্টার নেই, নেই কোন কর্মজীবী নারী হোস্টেল। প্রতিবছর বাজেটে নারীর জন্য নামেমাত্র বরাদ্দ হয়, নারীস্বাস্থ্য উন্নয়নে বা সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করতে তার উল্লেখযোগ্য প্রভাব পড়েনা। বক্তারা এই বাজেটে নারীর সামাজিক উন্নয়ন, ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান। সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *