বরিশালে ক্রীড়ার মান উন্নয়নে সহযোগিতার আশ্বাস সিটি মেয়রের

বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বরিশালের ক্রীড়ার মান উন্নয়নে সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেছেন, খেলাধুলার কোন বিকল্প নেই। নিজেদের স্বাস্থ্য ভালো রাখতেই সকলকে খেলাধুলায় আরো বেশী মনোযোগী হতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার বরিশালে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭)-২০২২ এর জেলা পর্যায়ের ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে এসকল কথা বলেন। এর আগে বরিশাল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের যৌথ আয়োজনে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল আউটার স্টেডিয়াম মাঠে বিকেলে অনুষ্ঠিত বঙ্গবন্ধু গোল্ডকাপে বরিশাল সিটি কর্পোরেশন একাদশ ৩-০ গোলে মেহেন্দিগঞ্জ উপজেলা দলকে এবং দুপুরে অনুষ্ঠিত বঙ্গমাতা গোল্ডকাপে বরিশাল সিটি কর্পোরেশন একাদশ ৫-০ গোলে মেহেন্দিগঞ্জ উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বরিশালের জেলা প্রশাসক জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) আলী আশরাফ ভূঞা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার উপ-পরিচালক আনোয়ার হোসেন সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *