লাইসেন্সের দাবী‌তে ব‌রিশালে ই‌জিবাইক চালকদের বিক্ষোভ

ব‌রিশাল: সড়ক প‌রিবহন ও সেতু মন্ত্রণালয় প্রস্তা‌বিত থ্রি হুইলার ও সমজাতীয় মোটরযা‌নের নী‌তিমালা ২০২১ অনুযায়ী অ‌বিল‌ম্বে ব‌্যাটা‌রিচা‌লিত যানবাহ‌নের বিআর‌টিএ কতৃক বৈধ লাই‌সেন্স দাও এবং লাই‌সেন্স নি‌য়ে চাঁদাবাজী ও প্রতারণা ব‌ন্ধের দাবী‌তে বি‌ক্ষোভ সমা‌বেশ হ‌য়ে‌ছে ব‌রিশা‌লে। সোমবার সকাল সা‌ড়ে ১০টায় নগরীর অ‌শ্বিনী কুমার হ‌লের সাম‌নে সড়ক অব‌রোধ ক‌রে এই বি‌ক্ষোভ সমা‌বেশ ক‌রে ব‌্যাটা‌রিচা‌লিত রিক্সা ভ‌্যান ই‌জিবাইক চালক সংগ্রাম প‌রিষদ ও বাংলা‌দেশ সমাজতা‌ন্ত্রিক দল। এ‌তে শত শত ব‌্যাটা‌রিচা‌লিত রিক্সা, ভ‌্যান ও ই‌জিবাইক চালক অংশগ্রহণ ক‌রে। বাংলা‌দেশ সমাজতা‌ন্ত্রিক দল ব‌রিশাল জেলা শাখার সদস‌্য সচিব ডা: মনীষা চক্রবর্তী ব‌লেন, বরিশালের কাশিপুর, পলাশপুর, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় শ্রমিকদের হুমকি ও হামলা করা হ‌চ্ছে প্রতি‌নিয়ত। ক্ষমকাসীণ দ‌লের লোকজন শ্রমিক‌দের বি‌চ্ছিন্ন কর‌তে এমনটা কর‌ছে। রোববার দুপুরে বিআর‌টিএ থেকে বৈধ লাইসেন্সের দাবিতে বরিশালে ব্যাটারিচালিত রিক্সা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের প্রচার চলছিল। লোহার পোল এলাকায় প্রচারণা চালানোর সময় চাঁদাবাজী মামলার আসামি আফজাল মজুমদার, লতিফ শিকদার লেদু, কালামসহ ১০ জন বাসদের শ্রমিক নেতা মহসিন, রুবেল ও মোকছেদের উপর হামলা চালায়। পরবর্তীতে বিকালে নতুন বাজার,পলাশপুর সহ বি‌ভিন্ন জায়গায় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা হুমকি দিয়েছে। পাশাপা‌শি গত দুইদিন ধরে কাশিপুর, কালিজিরা ও সাগরদি এলাকায় স্থানীয় ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা বাসদের শ্রমিকনেতাদের নানাভাবে হুমকি দিচ্ছে। মনীষা ব‌লেন, খে‌টে খাওয়া মানুষ‌দের নির্যাতন ক‌রে লাভ নেই। সড়ক ও সেতু মন্ত্রণাল‌য়ের নী‌তিমালা অনুযায়ী যখন ব‌্যাটা‌রিচা‌লিত যানবাহন বৈধ সে‌হেতু্ এসব যানবাহ‌নে অ‌বিল‌ম্বে লাই‌সেন্স দেয়ার দাবী জানা‌চ্ছি। এসময় নগরীর গুরুত্বপূর্ণ প‌য়েন্টগু‌লো‌তে পা‌র্কিং স্ট‌্যান্ড নির্ধারণ ও জলাবদ্ধতা নিরস‌নে খাল, ড্রেণ ও ভাঙা সড়ক সংস্কা‌রের দাবী জানা‌নো হয়। সমা‌বে‌শে বি‌ভিন্ন স্ত‌রের নেতাকর্মীরা বক্তব‌্য রা‌খেন। সমা‌বেশ শে‌ষে বিআর‌টিএ বরাবর স্মারক‌লি‌পি প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *