২৪ ঘন্টায় দেশে নতুন করোনা শনাক্ত ১০ জনের শরীরে

ডেস্ক রিপোর্ট:

গেল ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সারা দেশে সর্বমোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৭৭৬ জনে।

এদিকে, গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে টানা ১৭ দিন করোনায় মৃত্যুশূন্য দিন পার করল বাংলাদেশ। ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই রয়েছে। সর্বশেষ গত ২০শে এপ্রিল করোনা আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরG

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সরকারি-বেসরকারি ৮৭৯টি পরীক্ষাগারে ২ হাজার ৬৩৯টি নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনার উপস্থিতি নিশ্চিত হয়। নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৩৮ শতাংশ। আর এ পর্যন্ত মোট করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

এদিকে, গেল একদিনে করোনা থেকে সুস্থতার সংখ্যা ২১৭ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৯৭ হাজার ২৬৩ জন।

অন্যদিকে, এখন পর্যন্ত সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রন্ত হয়ে মারা গেছেন ৬২ লাখ ৭৫ হাজার জন। এছাড়া ৫১ কোটি ৬৬ লাখ ৭৭ হাজার ৬৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিকে, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৪৭ কোটি ১৩ লাখ ৫০ হাজার ৭৪ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয় ২০২০ সালের ৮ই মার্চ। তবে, প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ই মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *