বরিশাল জেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্ব পেলেন সদ্যবিদায়ী চেয়ারম্যান মো. মইদুল ইসলাম

বিশেষ প্রতিনিধি ॥
বরিশাল জেলা পরিষদের প্রশাসক পদে দায়িত্ব পেয়েছেন সদ্যবিদায়ী চেয়ারম্যান বীর মু্িক্তযোদ্ধা মো. মইদুল ইসলাম। গতকাল বুধবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী এ তথ্য জানান। এর আগে গত ১৭ এপ্রিল মেয়াদোত্তীর্ণ হওয়ায় দেশের ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত করে সরকার। গতকাল পূণরায় সদ্যবিদায়ী চেয়ারম্যানদের প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। মো. মইদুল ইসলাম বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামের মৃত আবুল হাশেম সিকদারের ছেলে। মো. মইদুল ইসলাম বরিশাল জেলা পরিষদের একাধারে দ্বিতীয় মেয়াদে সফল চেয়ারম্যান। তিনি ১৯৬৬ সালে ৬ দফার বাস্তবায়ন ও বঙ্গবন্ধুর মুক্তির আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ কারি। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে ২ শে মার্চ রাত থেকে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত সক্রিয়ভাবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ১৯৭২ সালে বাংলাদেশ ছাত্র লীগের সম্মেলনের পূর্ব পর্যন্ত ছাত্র লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৭২ সাছে বাংলাদেশ ছাত্র লীগের সম্মেলনে ছাত্র লীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক পদে নির্বাচিত হন। ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা লগ্ন থেকে বাকশাল হওয়ার পূর্ব পর্যন্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ১৯৭৫ সালের ১৫ইং আগস্ট আততায়ীদের হাতে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব নিহত হওয়ার পর ভারতে গমন করেন। জাতির জনক বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ভারতে দেরাদুনে ক্যাপ্টেন বেগ এর নেতৃত্বে তিনি সহ পটুয়াখালী জেলা পরিষদের সাবেক প্রশাসক ও চেয়ারম্যান মোশারফ হোসেন এবং ফরিদপুরের সালাউদ্দিন সহ মোট ১১ জন ৬ মাস ট্রেনিং গ্রহণ করি। ১৯৭৭ সালে ভারত হতে বাংলাদেশ আগমনের পর ডিজিবিএফআই কর্তৃক গ্রেফতার হন তিনি। পরে ঢাকা ক্যান্টনমেন্ট ডিজিডিএফআই সেলে দীর্ঘদিন কারাবরণ করেন তিনি। ১৯৮৬ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টি হইতে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টি হতে দ্বিতীয় বার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি ২০০৬ সালের ৩ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ফুলের নৌকা প্রদান করে পূনঃরায় বাংলাদেশ আওয়ামী লীগের ঘরে ফিরে আসেন। ২০০৯ সাল হতে ২০১২ সালের ২১ শে সেপ্টেম্বর পর্যন্ত মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া তিনি সুনামের সাথে ২০১২ সালের ২২ সেপ্টেম্বর থেকে বর্তমান পর্যন্ত মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা শাখার নির্বাহী কমিটির ১নং সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *