লালমোহনে দুর্বৃত্তের হাতে কৃষকের  সবজীর আবাদ তছনছ 

লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহনে কবির মৃধা নামের এক কৃষকের প্রায় ২ একর জমির সবজী ক্ষেত ধংশ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। কৃষক কবির মৃধা জানান, চাচাতো ভাই হারুন মৃধার কাছ থেকে প্রায় ২ একর জমি বর্গা নিয়ে তাতে তিনি বিভিন্ন ধরনের সবজীর আবাদ করেন। পেঁপে, মিষ্টি কুমড়া, ঢেড়ষ, বরবটি, মরিচ, পুইশাঁকসহ অন্তত ২০ ধরনের সবজীর আবাদ করতে প্রায় ৩-৪ লাখ টাকা খরচ হয়। আগামী ১ মাসের মাথায় উৎপাদিত সবজী বাজারজাত করার কথা সম্ভাবনা রয়েছে। কিন্তু দুর্বৃত্ত চক্র রাতের আধাঁরে সমস্ত সবজীর গাছ কেটে কেটে তছনছ করে ফেলেছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে কবির মৃধার ক্ষতিগ্রস্থ সবজী ক্ষেত দেখতে যান উপজেলা কৃষি অফিসের লোকজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং মেম্বাররা। এসময় কৃষক কবির মৃধাকে শান্তনা দেন তারা।
এলাকার ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ বলেন, এঘটনার সাথে জড়িত কাউকে শনাক্ত করা গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ব্যপারে কেউ লিখিত অভিযোগ করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *