ঝালকাঠি সরকারি কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

আরিফুর রহমান, ঝালকাঠি।।

যথাযোগ্য মর্যাদায় ঝালকাঠি সরকারি কলেজে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১০ টায় কলেজ অফিসার্স লাউঞ্জে কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।

অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর সুকদেব বাড়ৈ, শিক্ষক পরিষদের সম্পাদক ইলিয়াস বেপারী, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক বীথি বড়াল।

এছাড়া বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহর সঞ্চালনায় অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শেখ রাকিবুল ইসলাম, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক দিলরুবা খানম,বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সুকেশ রঞ্জন হালদার, বাংলা বিভাগের প্রভাষক প্রণয় বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ইউনুস আলী সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো তাহলে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল হতো।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার অবিসংবাদিত নেতা। তিনি যে শোষণমুক্ত ও অসাম্প্রদায়িক দেশ গড়তে চেয়ে ছিলেন তা প্রতিষ্ঠা করার জন্য ছাত্র-ছাত্রীদেরকে তাঁর আদর্শ অনুসরণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *