সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি

স্পোর্টস প্রতিবেদক:

দুবাই থেকে সাকিব আল হাসান দেশে ফেরার পর তাঁর দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজন সাকিবের ব্যাপারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। যেকোনো সিরিজের আগে বিতর্ক তৈরি করা সাকিবের এমন অভ্যাসের অবসান ঘটাতে চান বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। এ ব্যাপারে খালেদ মাহমুদ বলেন, ‘সাকিবকে দুদিন সময় দেওয়া হয়েছে, তার সঙ্গে কথা বলার পর সিদ্ধান্ত নেওয়া হবে। কেউ খেলতে চাইলে, তাকে ঠিকঠাক খেলতে হবে। খেলতে না চাইলে বলতে হবে। আপনি যদি একটি বিরতি চান, তা নিন, কেউ বাধা দেবে না। সভাপতিও তাই বলতে চেয়েছেন।’

বিসিবির এই পরিচালক আরো বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবিই নেবে। অবশ্যই তারা বাংলাদেশ ক্রিকেটের মূল স্টেকহোল্ডার। কিন্তু তাদের জন্য বিসিবির অনেক বিনিয়োগ করছে। তাদের তৈরি করতে অনেক সময়, অর্থ ব্যয় হয়েছে বিসিবির। বিসিবি তাদের অভিভাবক। বিসিবি আমাদের সবার অভিভাবক।’

এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে চান না সাকিব। গত রোববার দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের এই কথাগুলো বলেন তিনি।

সাকিব আল হাসান বলেন, ‘সদ্যসমাপ্ত আফগানিস্তান সিরিজ আমার কাছে হতাশাজনক। আমার যে চাওয়া ছিল, সে অনুযায়ী ভালো পারফর্ম করতে পারিনি। আর দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে বলতে হয়, আমি মানসিক এবং শারীরিক যে অবস্থানে আছি, আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা খুব একটা সম্ভব নয়। যদি একটা বিরতি পাই, আগ্রহটা ফিরে পাই, তাহলে আমার জন্য খেলাটা সহজ হবে। আমার জন্য ভালো হয়।’

বাংলাদেশি তারকা আরো বলেন, ‘আমি আফগানিস্তান সিরিজ এনজয় করতে পারিনি। আমি চেষ্টা করেছি, কিন্তু হয়নি। আমার কাছে মনে হয়েছে, সিরিজে আমি শুধুই ‘প্যাসেঞ্জার’ ছিলাম। এই অবস্থায় আমি একদমই থাকতে চাই না। এই অবস্থায় দক্ষিণ আফ্রিকা সিরিজ খেলাটা ঠিক হবে না আমার জন্য।’

এরই মধ্যে বিসিবিকে নিজের ভাবনার কথা জানিয়েছেন সাকিব। বোর্ড থেকে তাঁকে আরো দু’একদিন ভাবতে বলেছে।

এ ব্যাপারে তারকা এই অলরাউন্ডার বলেন, ‘এমন মানসিকতা নিয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলাটা ঠিক হবে না। আমি জালাল ভাইয়ের (বিসিবি পরিচালক) সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন দুদিন চিন্তা করবেন। আমাকেও সময় দিয়েছেন। এরপর একটা সিদ্ধান্ত নেওয়া উচিত হবে বলে মনে করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *