এলজিইডি বরিশাল অঞ্চলে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রকৌশলীদের প্রশিক্ষন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বরিশাল অঞ্চলের চার জেলায় সদ্য নিয়োগপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দপ্তরের বরিশাল অফিস কার্যালয়ে তিনদিনব্যাপি এ কর্মশালা বৃহস্পতিবার (০৩ মার্চ) শেষ হয়েছে। সম্প্রতি এলজিইডিতে নিয়োগপ্রাপ্ত ৬১২ জন উপ-সহকারী প্রকৌশলীর মধ্যে ৪৩ জনেরই পদায়ন হয়েছে বরিশাল বিভাগে। আর এরমধ্যে বরিশাল অঞ্চলের চার জেলায় পদায়ন হয়েছেন ২৬ জন। সদ্য পদায়নকৃতদের এ প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি ছিলেন দপ্তরটির বরিশাল বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন বরিশাল অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আবদুর রশীদ। এছাড়া প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগ ও অঞ্চলের নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, উপজেলা নির্বাহী অফিসার ও উপ-সহকারী প্রকৌশলীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *