বরিশালে সমাজসেবার আয়োজনে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষন

মোঃ শাহাজাদা হীরা: আজ ১৮ মে সকাল ১১ টায়। বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, সমাজসেবা অধিদফতরের আয়োজনে বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রর হল রুমে বরিশালে সমাজসেবা অধিদফতরাধীন বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় ৫০ দিনব্যাপী কম্পিউটার ও দর্জিবিজ্ঞান প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান,  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক সমাজসেবা অধিদফতর বরিশাল, আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল, মোঃ শহিদুল ইসলাম, অধ্যক্ষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র সমাজসেবা বরিশাল, আবদুর রশীদ খান, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল, সাজ্জাদ পারভেজসহ বিভিন্ন স্থান থেকে আগত প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ ১৮ মে থেকে শুরু হয়ে ৫০ কার্যদিবস পর্যন্ত চলবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *