ফাল্গুন ও ভালবাসা দিবসে পরিচ্ছন্নতা কর্মীদের জন্য উপহার নিয়ে হাজির সিটি মেয়র

ডেস্ক রিপোর্ট:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের বসন্ত ও বিশ্ব ভালবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। মেয়রের দেয়া উপহার পেয়ে আপ্লুত পরিচ্ছন্ন কর্মীরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন বারিধারা এলাকার ব্যস্ত সড়ক। পাশেই ড্রেন পরিষ্কার করছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) একদল পরিচ্ছন্ন কর্মী। হঠাৎ সেখানে এসে থামে ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামকে বহনকারী গাড়িটি। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে নেমে পরিচ্ছন্ন কর্মীদের জানালেন বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা। উপস্থিত সকলের হাতেই তুলে দিলেন লাল গোলাপ ও মিষ্টির প্যাকেট।

তখনো পরিচ্ছন্ন কর্মীরা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তবে, মেয়রের কাছ থেকে এমন উপহার পেয়ে খুশিই হয়েছেন তারা। এমন ঘটনাই ঘটেছে পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবসে।

এ সময় তিনি, হেঁটে হেঁটে ড্রেন পরিষ্কারের কার্যক্রম পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবসে সবার প্রতি আহ্বান জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, ‘আসুন আমরা প্রিয়জনদের মতো আমাদের এই শহরটাকে ভালোবাসি। প্রিয়জনদের যেমন সব সময় ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি তেমনি এই শহরটাকে সাজিয়ে গুছিয়ে রাখি। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’

বলেন, ‘ড্রেনে এমন সব ময়লা আবর্জনা ফেলা হয় যা পুরো ড্রেনেজ সিস্টেমকে অকেজো করে ফেলে। তাই আমাদের সচেতন হতে হবে। ড্রেন ডাস্টবিন নয়। ড্রেন পানি নিষ্কাশনের পথ। এটা কেউ কোনো অবস্থায় ভরাট করবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *