বরিশালে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে মিলন মেলা

বরিশাল ব্যুরো:
দেশের শীর্ষস্থানীয় দৈনিক যুগান্তর’র ২৩ বছরে পদার্পণ উপলক্ষে বরিশালে আয়োজিত আয়োজন পরিণত হয় মিলন মেলায়। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের হলরুমে মঙ্গলবার বেলা ১১টায় যুগান্তর বরিশাল ব্যুরো অফিসের উদ্যোগে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। জন্মোৎসবের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করা হয় যুগান্তরের স্বপ্নদ্রষ্টা বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলকে। তার স্মৃতিময় বর্ণাঢ্য জীবনের নানাদিক তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য দেন যুগান্তরের বরিশাল ব্যুরো আকতার ফারুক শাহিন।

সভায় উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, যুগান্তর পাঠকের আস্থা অর্জন করে আজ ২৩ বছরে পা রাখলো। জনসাধারণের চাহিদামাফিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের কারনে পত্রিকাটি এতো বছর শীর্ষস্থানে অবস্থান করে আছে। দেশের উন্নয়ন-অগ্রগতির সংবাদ প্রকাশের পাশাপাশি জনসাধারণের কথা বলার এ অগ্রযাত্রা অব্যাহত থাকুক। এসময় বক্তারা যুগান্তরের স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মৃতিময় বর্ণাঢ্য জীবনের নানাদিক তুলে ধরে বলেন, ‘আপনি কর্মে বেঁচে থাকবেন। আমরা আপনাকে ভুলবো না।’

সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ছাদেকুল আরেফিন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা পুলিশ সুপার মারুফ হোসেন,

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোয়াজ্জেম হোসেন, শের ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ মনিরুজ্জামান, ব্রজমোহন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. গোলাম কিবরিয়া, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উপ সচিব শহিদুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর খোরশেদ আলম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী সৈয়দ ফারুক হোসেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর হোসেন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাষ্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু, সাবেক অধ্যক্ষ স ম ইমানুল হাকিম, জাতীয় পার্টির উপদেষ্টা অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কাইয়ুম হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাতেন চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব জাহিদুল কবির, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মজিবর রহমান নান্টু, বিএনপির সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ টিপু সুলতান, বরিশাল সাংবাদিক কল্যাণ পরিষদ সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল আলম ফরিদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, অমৃত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ভানু লাল দে, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আফজালুল করিম, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. জাকির হোসেন, গণফোরাম নেতা হিরন কুমার দাস মিঠু, কবি হেনরী স্বপন, বরিশাল নাগরিক সমাজের সদস্য সচিব ডাঃ মিজানুর রহমান, শিক্ষক নেতা দাশগুপ্ত আশীষ কুমার, সনাক সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, জাসদ নেতা অ্যাডভোকেট আবদুল হাই মাহবুব, জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন বরিশালের সাবেক সাধারণ সম্পাদক গোপাল সরকার, সাংবাদিক বিধান সরকার, মিজানুর রহমান, শাহিন হাফিজ, অপূর্ব অপু, এম. মোফাজ্জেল, বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ, সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক এম মিরাজ হোসাইন, সাংবাদিক কাওছার হোসেন, সৈয়দ মেহেদী হাসান, শাওন খান, এম জুয়েল, জিয়া বাবু, এম.কে. রানা, এনজিও ফোরামের সভাপতি নাসির উদ্দিন, বিএনপি নেতা আনোয়ারুল হক তারিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, সমাজসেবক কাজী মিজানুর রহমান, আলম বুক স্টলের পরিচালক আলম সিকদার, রকি নিউজ এজেন্সির পরিচালক তাওহীদুল ইসলাম রকি, এম রহমান এজেন্সির মোঃ ফিরোজ, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম কালু প্রমূখ। আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যুগান্তরের বরিশাল ব্যুরো রিপোর্টার সাইদুর রহমান পান্থ, তন্ময় তপু, আহম্মেদ নাসির, অনিকেত মাসুদ ও ফটো সাংবাদিক শামীম আহম্মেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *