বাকেরগঞ্জে শিক্ষার্থীদের টিকাদান কেন্দ্রে মানা হচ্ছে না স্বাস্থ্য বিধি

বরিশাল প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে টিকা। কিন্তু শিক্ষার্থীদের টিকাদান কেন্দ্রসমূহে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। সেখানে নেই সামাজিক দূরত্ব অনেকের মুখেও নেই মাস্ক। দাঁড়ানো হচ্ছে গাদাগাদি করে। কেবল শিক্ষার্থী নয়, অভিভাবকদেরও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি অধিকাংশের মুখে নেই মাস্ক। তাই টিকা প্রদান কেন্দ্রে এমন পরিবেশ পরিস্থিতি কেন্দ্র থেকেই সংক্রমিত হওয়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন ভুক্তভোগীরা, গতকাল মঙ্গলবার বাকেরগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন টিকাদান কেন্দ্রে এই চিত্র দেখা গেছে। এক শিক্ষার্থীর অভিভাবক জামাল সিকদার বলেন, এখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। বেশ গাদাগাদি এছাড়া অনেকের মুখেই মাস্ক নেই কাজ এগুচ্ছে ধীরগতিতে। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে টিকা দিতে না পেরে ফিরে যাচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আকমল হোসেন জানান, প্রত্যেক প্রতিষ্ঠান প্রধানদের শিক্ষার্থীদের স্বাস্থ্য বিধি মেনে টিকা কেন্দ্রে পাঠানোর ব্যপারে কঠিন নির্দেশনা দেয়া আছে যার আলোকে মাস্ক পরে এবং স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টিকা নিতে আসছে তবে টিকা গ্রহনের আগ্রহের কারনে একটু ভিড় হচ্ছে যা সমাধানে আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে সব শিক্ষার্থীদের টিকা দেওয়া সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *