শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও একজনের মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও এক রোগীর মৃত্যু হয়েছে।

এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় চলতি মৌসুমে সর্বাধিক সর্বোচ্চ ৩৬.২০ ভাগ করোনা শনাক্ত হয়েছে। আগের চেয়ে বেড়েছে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন সংখ্যাও।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত রবিবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৮ জন রোগী। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় এক রোগীর মৃত্যু হয়েছে। তার নমুনা পরীক্ষার জন্য আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ১০ জন রোগী ছাড়পত্র নিয়েছেন। একই সময়ে নানা উপসর্গ নিয়ে ৪ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।

সোমবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২১ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ১ জনসহ এ পর্যন্ত করোনা ওয়ার্ডে ১ হাজার ৪৫৪ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪২৮ জনের করোনা পজেটিভ ছিল।

এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত রবিবার রাতে ১৭৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬.২০ ভাগ। এর আগে গত শনিবার ৩২.০৮ ভাগ, শুক্রবার ৪৩.৩৯ ভাগ, বৃহস্পতিবার ৩২.০৮ ভাগ, বুধবার ২৪.৫৪ ভাগ, মঙ্গলবার ২৬.৩৮ ভাগ, সোমবার ১৭.৭২ ভাগ, রবিবার ১২.২২ ভাগ এবং গত শনিবার ৫.০৪ ভাগ করোনা শনাক্ত হয়।

২০২০ সালের ১৭ মার্চ করোনা ওয়ার্ড চালুর পর থেকে এ পর্যন্ত শেবাচিমের করোনা ওয়ার্ডে ৭ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *