বরিশালে করোনা সংক্রমণের হার দ্বিগুণ

বরিশাল প্রতিনিধি:
মাত্র একদিনের ব্যবধানে বরিশালে দ্বিগুণ হয়ে দাড়িয়েছে করোনা সংক্রমণের হার। রবিবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবের সব শেষ রিপোর্টে ৯০ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে শনাক্তের হার দাড়িয়েছে ১২ দশমিক ২২ ভাগ। বরিশাল শহরে দিন দিন করোনা সংক্রামণের হার বেড়েই চলছে। কিন্তু তার পরেও মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি প্রতিপালনে উদাসীন মানুষ। কিছু সংখ্যাক মানুষ মাস্ক ব্যবহার করলেও রাস্তাঘাট, মার্কেট, কাচা বাজার, মাছ বাজার, খাবার হোটেল, শেবাচিমের হাসপাতালে বহিঃবিভাগ সহ লঞ্চ, গণপরিবহনের কোথাও স্বাস্থ্যবিধি মানছে না। নাম মাত্র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হলেও এতে সার্বিকভাবে তেমন কোন প্রভাব পড়ছে না জনমনে মধ্যে। শহরে প্রশাসনের পক্ষ থেকেও তেমন কোন কঠোর পদক্ষেপ নেই বলে জানিয়েছেন সচেতন নাগরিক মহল। এদিকে শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে গতকাল সোমবার সকালে চিকিৎসাধীন ছিলো ১৩ জন রোগী। গত ২৪ ঘন্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ১ জন। নতুন ভর্তি হয়েছেন এক জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *