দেশে বেড়েই চলেছে করোনা শনাক্তের হার

ডেস্ক রিপোর্ট:

দেশে ২৪ ঘন্টার ব্যবধানে আরও বেড়েছে করোনা সংক্রমণ। এ সময়ে নতুন করে আরও ২ হাজার ৪৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় মারা গেছে ২ জন।

সারা দেশে গেল ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ২৭ হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৫৮ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। নতুন শনাক্তসহ সারা দেশে এ পর্যন্ত মোট শনাক্ত হওয়া করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জনে দাঁড়াল। এছাড়া একদিনে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৮ হাজার ১০৭ জনে দাঁড়াল। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত দৈনিক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানান হয়, নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ৯৭ শতাংশে দাঁড়িয়েছে। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২৭৪ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ৩৮৭ জন। শনাক্ত বিবেচনায় দেশে সুস্থতার হার ৯৭ দশমিক ০৬ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় দেশে মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের তালিকায় যুক্ত হওয়া ২ জনই পুরুষ। তাদের মধ্যে ১ জন চট্টগ্রাম বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। এছাড়া বাকি বিভাগগুলোতে গেল ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

এর আগে, গতকালের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ। ২৪ ঘন্টার ব্যবধানে করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়াল ৮ দশমিক ৯৭ শতাংশে। এছাড়া গতকাল ৩ জনের মৃত্যুর খবর জানান হয়। আর গতকাল ২৬ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষায় দুই হাজার ২৩১ জনের করোনা শনাক্ত হয়।

এদিকে, ওয়ার্ল্ডমিটারের তথ্যানুযায়ী সারা বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১ কোটি ১২ লাখ ৭৩ হাজার ৮১১ জনে। আর বিশ্বব্যাপী করোনায় মৃত্যু হয়েছে ৫৫ লাখ ১৩ হাজার ৯৯৯ জনের। এছাড়া বিশ্বে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ২৬ কোটি ৮ লাখ ২৭ হাজার ৩৯০ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনার সংক্রমণ দেখা দেয়। কয়েক মাসের মধ্যে এ ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয় গত বছরের ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। তবে প্রথম মৃত্যুর খবর জানানো হয় একই বছরের ১৮ই মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *