দেশে ওমিক্রন মোকাবিলায় এখনই লকডাউন নয়

করোনা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। তবে এখনই দেশে লকডাউন দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার সন্ধ্যায় করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় জাহিদ মালেক আরও জানান, যারা করোনার ভ্যাকসিন নেননি তাদের রেস্তোরাঁয় ভোজন নিষিদ্ধ। যাদের ভ্যাকসিন নেয়া আছে রেস্তোরাঁয় খাবার সময় তাদের টিকা কার্ড সঙ্গে রাখতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, মাস্ক না পরলে জরিমানা গুণতে হবে। আরও জানান, গণপরিবহণে যাত্রী চলাচলের ক্ষেত্রে নির্ধারিত আসনের চেয়ে কম যাত্রী পরিবহণের বিষয়টিও বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া সকল ধরনের সামাজিক অনুষ্ঠান সীমিত আকারে করার কথাও জানান।

আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ওমিক্রন মোকাবিলায় যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তা আগামী ১৫ দিনের মধ্যে কার্যকর করতে কঠোর হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এরপরও যদি সংক্রমণ বৃদ্ধি পায় তখন পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয়ার কথাও জানান মন্ত্রী।

এর আগে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওমিক্রন প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এছাড়া, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, তথ্য সচিব মো. মকবুল হোসেন, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশীদ আলমসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *