বাবুগঞ্জে পাকা পুলে কাঠের সাঁকো দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ পারাপার

বরিশাল প্রতিনিধি:
বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিন ভূতেরদিয়া (নতুনচর) এলাকার একটি পাকা সেতু দেবে গিয়ে বিপদে পরেছেন চর এলাকার অর্ধশত পরিবার। পাকা পুলে কাঠের সাঁকো দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ পারাপার। এমন সংবাদ পেয়ে গতকাল বুধবার সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, দক্ষিন ভূতেরদিয়া (নতুনচর) এলাকাটি কেদারপুর ইউনিয়নের অন্তর্গত হলেও ভাঙনের কবলে নতুন চর জেগে সুগন্ধা নদী কর্তৃক বিচ্ছিন হয়ে পরেছে। সৃষ্ঠি হয়েছে নতুন চর এবং নতুন চরের উত্তরাংশ আবার বিচ্ছিন হয়েছে একটি খালের কারণে যা সংযুক্ত করেছে ওই খালের উপর নির্মিত একটি অর্ধপাকা পুল দ্বারা। গত দুই মাস পূর্বে পুলটির দক্ষিনাংশ দেবে সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। থানা সদরের সাথে যোগাযোগ স্থাপন করতে একটি কাঠ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ঐ এলাকার সধারণ মানুষ। এতে স্কুলগামী কোমলমতি শিক্ষার্থীরা পরেছেন বেশী ভোগান্তিতে। গত কয়েকদিন পূর্বে আবুবকর নামে এক কৃষক পুল থেকে পরে গিয়ে আহত হয়েছেন। যেকোনো সময় পুলটি ভেঙে গিয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করছেন এলাকাবাসী। কেদারপুর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, প্রায় ৬ থেকে ৭ বছর পূর্বে দক্ষিণ ভূতেরদিয়া (নতুনচর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত ও এলাকাবাসীর সুবিধার জন্য ইউনিয়ন পরিষদ ২০১৫-১৬ অর্থবছরে ১ লক্ষ টাকা ব্যয়ে পুলটি নির্মাণ করা হয়েছিল। গত দুই মাস পূর্বে পুলটির দক্ষিন প্রান্তের খুঁটি দেবে যাওয়াতে ওই অংশ হেলে পড়ে সড়ক থেকে বিচ্ছি হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মো. আক্তার হোসেন, মো. শাহাব উদ্দিন সহ বেশ কয়েকজন জানান, পুলটি দিয়ে শুধু শিক্ষার্থীরা নয়, এলাকাবাসীও পারাপার হতে ভয় পায়। এলাকার বেশির ভাগ মানুষ কৃষি নির্ভর। তাদের উৎপাদিত পণ্য নিয়ে বাজারে যেতে হয় ওই পুল দিয়ে। বর্তমানে পুলটি দেবে যাওয়ায় এলাকার মানুষের ভোগান্তি বেড়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে পুলটি সংস্কারের জন্য জনপ্রতিনিধি ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। দক্ষিণ ভূতেরদিয়া (নতুনচর) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নূরুল ইসলাম বলেন, ছোট ছোট বাচ্চাদের নিয়ে খুব আতঙ্কে আছি। ঐ পুল ছাড়া বিদ্যালয়ে আসার বিকল্প কোনো পথ নেই। যে কোন সময় পুলটি ভেঙে যেতে পারে। কেদারপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আরিফ মাহমুদ জানান, পুলটির অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। দ্রুত সংস্কারের জন্য ইতিমধ্যে ইউপি চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। কেদারপুর ইউপি চেয়ারম্যান মো. নূরে আলম বেপারী জানান, পুলটি সংস্কারের জন্য ইতিপূর্বে ত্রান তহবিল থেকে বরাদ্দ চেয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীনুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত ছিলেন না। এখন জেনেছি , আমি যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রোকৌশলীকে অবহিত করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *