পুলিশের পোশাক পরে প্রতারণা করতেন তিনি

রংপুর নগরীর কামাল কাছনা থেকে মুশফিক বিন সাত্তার (২৬) নামে একজন ভুয়া সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তি ওই এলাকার বাসিন্দা। শনিবার রাতে র‌্যাব-১৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহামুদ বশির আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, রংপুর মহানগরীর কামাল কাছনা এলাকায় একজন ভুয়া সাব ইন্সপেক্টর অবস্থান করছে-এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এছাড়া জড়িত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। পরে অভিযোগটি প্রাথমিকভাবে সত্যতা প্রমাণিত হওয়ায় শুক্রবার গভীর রাতে জেলা পুলিশ রংপুর রেঞ্জ-এর এসআই পদমর্যাদার পোশাক পরিহিত অবস্থায় ভুয়া সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতার ব্যক্তি অবৈধভাবে পুলিশের ইউনিফর্ম সংগ্রহ করে দীর্ঘদিন ধরে মানুষের সাথে চাকরি দেওয়া, জমি-জমা সংক্রান্ত মামলার নিষ্পত্তি, এছাড়া আদালতে চলমান বিভিন্ন ধরনের মামলার খালাস পাইয়ে দেওয়ার নাম করে জন-সাধারণের নিকট প্রতারণা করে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করে আসছিল বলে স্বীকার করে।

এছাড়াও ফেসবুকে বিভিন্ন সময় পুলিশের লিগ্যাল পোস্ট হতে বিভিন্ন ধরনের মাদকের অভিযান, আসামির ফটো সংগ্রহ করে তার নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করত বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *