লঞ্চে অগ্নিকাণ্ড: অজ্ঞাত ২৭ জনের দাফন সম্পন্ন

ঝালকাঠির সুগন্ধা নদীতে যাত্রীবাহী অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত অজ্ঞাত ২৭ জনের দাফন সম্পন্ন করা হয়েছে। বাকি তিন জনের লাশ জেলা প্রশাসক কার্যালয়ে রাখা হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে পৌরসভার পোটকাখালী গণকবরে তাদের দাফন করা হয়। এ সময় উপস্থিতি ছিলেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, পৌর মেয়র কামরুল আহসান মহারাজসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন।

জানা যায়, এমডি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৭ জনের মরদেহ শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করে জেলা প্রশাসন। বাকি ৩০ জনের আজ গণ জানাজা নামাজ পড়ানো হয়। জানাজা নামাজের পরে আরও ৩ জনের লাশ শনাক্ত করে তাদের পরিবার। এই তিন জনের লাশ জেলা প্রশাসকের কার্যালয়ে রাখা হয়েছে। আর যাদের পরিচয় শনাক্ত করা যায়নি তাদের পৌরসভার পোটকাখালী গণ কবরস্থানে দাফন করা হয়।

জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, ৩০ জনের জানাজা নামাজ পড়ানো হয়। পরে তিনটি লাশ তাদের পরিবার শনাক্ত করলে সেগুলো গণ কবরে দাফন করা হয়নি। তিনজনের লাশ বিকালে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, প্রতিটি লাশ দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *