বরিশাল নগরীর খাস জমির দাবীতে কৃষক ফেডারেশনের বিক্ষোভ

শামীম আহমেদ ॥

বরিশালে নগরীর খাস জমি ঘড় প্রকৃত ভূমিহীনদের বন্দোবস্ত রসুলপুর চরের অবৈধ উচ্ছে বন্ধ করা সহ তে, গ্যাস,চালের দাম কমানোর দাবীতে সড়কে বসে অবস্থান কর্মসূচি ও সমাবেশ সহ বিক্ষোভ করেছে বাংলাদেশ কৃষক ফেডারেশন ও কৃষানী সভা বরিশাল জেলা কমিটি।

আজ বুধবার (২২ই) ডিসেম্বর সকাল ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেন তারা। বাংলাদেশ কৃষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি মোঃ হারুন ভান্ডারীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেনজেলা সাধারন সম্পাদক মোঃ হালিম মুহুরী,জেলা কৃষানী সভানেন্ত্রী রেহানা বেগম মিতু,প্রচার সম্পাদক মোঃ ইউসুফ আকন,জেলা সদস্য অবিনাশ মিস্ত্রি,সদর উপজেলা চরমোনাই ইউনিয়ন সভাপতি রেজাউল করিম মেহেন্দিগঞ্জ উপজেলা আহবায়ক শাহিন মোল্লা,কৃষানী আহবায়ক মাহিনুর বেগম,বরিশাল নগর নেত্রী স্বপ্না বেগম সহ বিভিন্ন নেন্ত্রী বৃন্দ বক্তব্য রাখেন।

অবস্থান কর্মসুচি ও সমাবেশ শেষে নগরীতে বিক্ষোভ মিছিল করে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল চত্বরে এসে কর্মসূচি শেষ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *