আগামীকাল শহীদ ছাত্রনেতা শাজাহান সিরাজের আত্মবলিদান দিবস: ছাত্র-শ্রমিক সংহতি দিবস

আগামীকাল ২২ ডিসেম্বর ২০২১ শহীদ ছাত্রনেতা শাজাহান সিরাজের ৩৭তম আত্মবলিদান দিবস। ১৯৮৪ সালের ২২-২৩ ডিসেম্বর শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ আহুত এবং তৎকালীন ১৫ দল, ৭ দল, ছাত্রসংগ্রাম পরিষদ, ১৭ টি কৃষক ও ক্ষেতমজুর সংগঠন, সম্মিলিত আইনজীবী পরিষদ সমর্থিত দেশব্যাপী ৪৮ ঘন্টার শ্রমিক ধর্মঘটের ১ম দিনে ২২ ডিসেম্বর সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে রেল চলাচল বন্ধে পিকেটিং করার সময় তৎকালীন বিডিআর বাহিনীর লক্ষ্যভেদী গুলিবর্ষণে জাসদ সমর্থিত ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির তৎকালীন সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ নিহত হন। শাজাহান সিরাজ নিহত হবার খবর প্রচারিত হলে দেশের সকল শিল্পাঞ্চল ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সারাদেশে এরশাদ সামরিক জান্তার বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-পেশাজীবী-জনতা বিক্ষোভে ফেটে পড়ে। শ্রমিক আন্দোলনের সমর্থণে একজন ছাত্রনেতার আত্মবলিদান ছাত্র ও শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। এই ঐতিহাসিক নজিরবিহীন ঘটণার স্মরনে দেশের প্রগতিশীল ছাত্র ও শ্রমিক সংগঠনসমূহ ১৯৮৫ থেকে শহীদ ছাত্রনেতা শাজাহান সিরাজের আত্মবলিদান দিবস ২২ ডিসেম্বর ছাত্র-শ্রমিক সংহতি দিবস হিসাবে পালন করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *