বরিশালে জেলা প্রশাসন এর আয়োজনে যথাযথ মর্যাদায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

বরিশাল প্রতিনিধি :
আজ ১৪ ডিসেম্বর বাঙালি জাতির জন্য কলঙ্কময় দিন এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধা শূন্য করার লক্ষ্যে গণহত্যা চালায় আজ মঙ্গলবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন করা হয়।
সকালে ত্রিশ গোডাউন বদ্ধভূমিতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল ১১ টায় নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

বিশেষ অতিথি ছিলেন ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আখতারুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রলয় চিসিম, পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম, প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন সৈয়দ মোঃ ফারুক আহম্মদ, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল মোঃ হারুন আর রশিদ, বীর মুক্তিযোদ্ধা এএমজি করির ভুলুসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুধিজনরা উপস্থিত ছিলেন। পরে সকল অতিথিদের অংশগ্রহণে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১ উপলক্ষে এক আলোচনা সভায় অতিথিরা আলোচনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *