বরিশালের ৫ ইউপির ৪টিতে আওয়ামী  লীগ ও ১টিতে সতন্ত্র জয়ী 

বরিশাল প্রতিনিধি
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের ৫ ইউপির ৪ টিতে নৌকার ও ১টিতে সতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। গতকাল সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নুরুল আলম। তিনি জানান, বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মৃধা মু. আক্তার উজ জামান মিলন ৬ হাজার ৪৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ওয়ার্কার্স পার্টির হাতুরি মার্কার প্রার্থী শাহিন হোসেন ৩ হাজার ৯৩৩ ভোট পেয়েছেন। অপরদিকে উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আওরঙ্গজেব ৭ হাজার ৯৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী সরদার মো. ইজাজুল হক আনারস প্রতীক নিয়ে ৪ হাজার ২৭৬ ভোট পেয়েছেন। একই উপজেলার হারতা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী অমল মল্লিক ১১ হাজার ৩০৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী প্রিন্স বিশ্বাস আনারস প্রতীক নিয়ে ১ হাজার ৭৮৯ ভোট পেয়েছেন। উজিরপুরের বামরাইল ও মুলাদীর বাটামারা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্ব›দ্বীতায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইউসুফ আলী হাওলাদার এবং সালাউদ্দিন অশ্রæ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *