পটুয়াখালীতে কাফনের কাপড় পরে নির্বাচনী প্রচারনা

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতা-কর্মিরা কাফনের কাপড় পড়ে প্রচারানায় নেমেছেন। শনিবার শেষ বিকেলে বানাতিবাজারে হাতপাখা প্রতীকের কর্মীদের হাতে ফেষ্টুন ব্যানারে লেখা রয়েছে, লালুয়া ইউনিয়নের সুষ্ঠু নির্বাচনের জন্য মুজাহিদ কমিটি কাপনের কাপড় বেঁেধ নেমেছে। “হয়তো সুষ্ঠু নির্বাচন নয় তো জীবন”। আগামী ২৫ জুলাই উপজেলার পায়রা বন্দর লাগোয়া লালুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রচারনা এমনটাই দেখা গেছে।
ইসলামী যুব আন্দোলনের উপজেলা শাখার সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান জানান, নির্বাচনে হার জিত আল্লাহর হাতে। তবে আমরা চাই সুষ্ঠ নির্বাচন। ধানখালীর নির্বাচন নিয়ে আমাদের কোন অভিযোগ নেই। সুষ্ঠু নির্বাচনের লক্ষে প্রয়োজনে আমরা রক্ত দিব। নির্বাচনের দিন মানে জেহাদের দিন। জেহাদের ময়দানে আমরা জীবন দিয়ে হলেও সুষ্ঠু নির্বাচন চাই।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮০০ শত ১৫ জন। এর মধ্যে পুরুষ ৫৮৫৫ ও মহিলা ৫৯৬০ জন ভোটার। চেয়্যারমান পদে প্রতিদ্বন্ধিতা করছেন মোট চারজন প্রার্থী। এরা হচ্ছেন বর্তমান চেয়ারম্যান মীর তারিকুজ্জামান তারা আওয়ামী লীগ (নৌকা) প্রতীক, আওয়ামীলিগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো.শওকত হোসেন তপন বিশ্বাস (ঘোড়া) প্রতীক, মো.স্বজল বিশ্বাস বিএনপি (ধানের শীষ), মো.জসিম উদ্দিন মৃধা ইসলামী আন্দোলন বাংলাদেশ (পাখা) মার্কা। এছাড়া সাধারন সদস্য পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে।
এদিকে আর দুই দিন পরই অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। প্রার্থী সমর্থকদের মধ্যে বিরাজ করছে টান টান উত্তেজনা। কে হবে এই ইউনিয়ন পরিষদ চেয়্যারমান। এদিকে সুষ্ঠ নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে এক ধরনের শংকা।
কলাপাড়া উপজেলা নির্বাচন ও রির্টানিং কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, সুষ্ঠ নির্বাচনের লক্ষে আমাদের পক্ষ থেকে সব ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে মোবাইল ফোর্স, ষ্টাইকেন ফোর্স, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা থাকবেন। এছাড়া নির্বাহী মেজিস্ট্রেটও থাকবে বলে তিনি সাংকাদিকদের জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *