‘আ.লীগকে ক্ষমতা থেকে সরাতে কিছু লোক মিটিং করছে’

আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে কিছু লোক মিটিং করছে। এমন কথা বলেছেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় একথা বলেন তিনি।

শুক্রবার বিকালে শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয় বৈঠক। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহীর কমিটির আমন্ত্রিত সদস্যরা অংশ নেন।

বৈঠকে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, এএইচএম খায়রুজ্জামান লিটন ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

এই তিন নেতার মধ্যে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং সাবেক মন্ত্রী কামরুল ইসলাম এতদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। আর খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিষয়েও বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে। দলীয় সিদ্ধান্তের উপরে যারা বিদ্রোহ করছে এবং বিদ্রোহীদের মদদ দিচ্ছে, তাদের ব্যাপারে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে প্রতিবেদন দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সবশেষ গত ৯ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *