সরকারি বিএম কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনার

ডেস্ক রিপোর্ট: সাম্প্রদায়িক সহিংসতা বিরোধী সচেতনতা মূলক ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সরকারি ব্রজমোহন কলেজের কলাভবন ৩ এ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর খান মোঃ গাউস মোসাদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বিশেষ অতিথী ছিলেন কলেজ উপাধাক্ষ্য প্রফেসর ড. এ এস কাইয়ুম উদ্দিন আহমেদ। প্রভাষক সেকেন্দার হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আকতার উদ্দিন চৌধুরী, সহকারী অধ্যাপক বিদিতা বেগ।


অনুষ্ঠানের প্রতিপাদ্য অতিথিদের মাঝে তুলতে ধরতে প্রবন্ধ পাঠ করেন সহকারী অধ্যাপক এম.এম তারিকুজ্জামান।  এসময় তারা সাম্প্রদায়িক সহিংসতার কারন, ও এর কুফল তুলে ধরার পাশাপাশি অসামপ্রদায়িক বাংলাদেশ গঠনের ব্যাপারে আলোকপাত করেন।  আলোচনায় অংশ নেয়া বিভাগীয় শিক্ষার্থী প্রমিথ রায় তার এক বক্তব্যে বলেন মূলত তারাই সংখ্যালঘু যারা সাম্প্রদায়িকতার নাম করে সন্ত্রাসবাদ ঘটায়। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত চলে এই অনুষ্ঠান। এসময় বিভাগের অন্যান্য শিক্ষকগণসহ বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *