বরিশাল মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও একজনের মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টা একজনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৫ জন রোগী। এদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার সব শেষ রিপোর্টে ১.৮৪ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত রবিবার করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৪ জন রোগী। বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে কোনো রোগী ছাড়পত্র নেয়নি। একই সময়ে নানা উপসর্গ নিয়ে দুইজন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় একজন রোগী মারা গেছেন।

 

সোমবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ২৫ জন রোগী।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত রবিবার রাতে ১৬৩ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে তিনজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১.৮৪ ভাগ।

গত বছরের ১৭ মার্চ শেবাচিমের করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত সেখানে ৭ হাজার ৩৪৮ রোগী ভর্তি হয়েছেন। যার মধ্যে ১ হাজার ৪২২ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *