বরিশালে পূজায় করোনামুক্ত বিশ্ব কামনা

সারা দেশের মতো বরিশালেও অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতিবার ৯টা ৫৭ মিনিটের মধ্যে দুর্গাদেবীর মহানবমী বিহীত পূজা অনুষ্ঠিত হয়। মন্দিরে মন্দিরে ঢাকের বাজনার পাশাপাশি চলে পূজা-অর্চনা এবং ধর্মীয় গান।

পূজা উপলক্ষে ভক্তরা দেশ ও জাতীর কল্যাণ এবং করোনামুক্ত বিশ্ব কামনা করেন বলে জানান নগরীর সদর রোডের শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের পুরোহীত দেবাশীষ চক্রবর্তী।

দুর্গা উৎসব উপলক্ষে মন্দিরগুলো সাজানো হয়েছে নবরূপে। নিরাপত্তার জন্য প্রতিটি মন্দিরে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বরিশাল নগরীতে ৪৪টিসহ জেলায় এবার ৬৩৪টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *