রোগীর স্বজনদের হামলায় আহত লালমোহন হাসপাতালের ডাঃ মামুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুনের উপর রোগীর স্বজনরা হামলা চালিয়েছেন।সোমবার দুপুর ২ঃ৩০ মিনিটের সময় এ ঘটনা ঘটে। হাসপাতাল সুত্রে জানা যায় সোমবার দুপুর ১২ঃ৩০ মিনিটের সময় উপজেলার সাতবাড়ীয়া এলাকার হাসনাবানু(৫০) পিতা দেলোয়ার হোসেন নামের এক রোগীকে অজ্ঞান অবস্থায় জরুরী বিভাগে আনা হয়। জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ আব্দুল্লাহ আল মামুন রোগীকে পরীক্ষা নিরীক্ষা করে শারীরিক অবস্থা বেশি খারাপ পাওয়ায় ভোলা বা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত নিয়ে যেতে বলেন।রোগীর স্বজনরা তাকে অন্যত্র নিতে রাজি হয়নি। ডাঃ আব্দুল্লাহ আল মামুন বন্ডরিস্ক নিয়ে রোগীকে হাসপাতালে ভর্তি করেন। রোগীর অবস্থা ক্রমেই অবনতির দিকে যাওয়ায় তিনি রোগীকে ছাড়পত্র দেন। বেলা ২ঃ৩০ মিনিটের দিকে রোগীর মৃত্যু হলে তার স্বজনরা ডাঃ মামুনের উপর হামলা চালান। ডাঃ মামুন রোগীর স্বজনদের হামলায় আহত হন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান রোগীর অবস্থা বেশি খারাপ হওয়ায় ডাঃ মামুন অনেক অনুরোধ করে রোগীকে দ্রুত ভোলা বা বরিশাল নেওয়ার জন্য বললেও রোগীর  স্বজনরা তার কথায় কর্নপাত করেননি। রোগীর স্বজনরা জোরপুর্বক এখানে ভর্তি করান।রোগীর মৃত্যুর হলে তার উপর অহেতুক এ হামলা খুব দুঃখজনক। তারা প্রশাসনের নিকট দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।লালমোহন থানা পুলিশ সুত্রে জানা যায়,খবর পেয়ে ওসি মীর খায়রুল কবীরের নেতৃত্বে এক দল পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *