বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সপ্তাহ উপলক্ষে বরিশালে মানববন্ধন, র‍্যালী ও সড়ক অবরোধ

বরিশাল:
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন সপ্তাহ উপলক্ষে বরিশালে মানববন্ধন, র‌্যালী ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে নগরীর সদর রোডে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার দাবীতে বিভাগীয় প্রশাসন এবং ইউনিসেফের সহযোগিতায় এলায়েন্স ফর ইয়ুথ এন্ড ডেভেলপমেন্টের আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল, ফ্রেন্ডস ফর ফিউচার এর বাংলাদেশ কো-অরডিনেটর ফারিয়া হোসেন অমি, সিভিল সোসাইটির মো. আনোয়ার, ইউনিসেফ বরিশাল প্রধান তৌফিক আহমেদ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী প্রমুখ।
তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে প্রতিনিয়ত অক্সিজেন কমছে। গাছ কেটে উজাড় করা হচ্ছে বন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী। ফলে হুমকির মুখে পড়ছে পুরো বিশ্ব। পাশাপাশি বাড়ছে সাইক্লোন, বজ্রপাত, ভূমিকম্পসহ নানান প্রাকৃতিক দুর্যোগ। নদী ভাঙ্গনে অসহায় হয়ে পড়েছে চরাঞ্চলের মানুষ। পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে উন্নত রাষ্ট্রগুলোকে কার্বন নিঃসরণের পরিমাণ শুণ্যের কোটায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণের দাবী জানান বক্তারা।
নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন শেষে অংশ নেওয়া ৩৫টি যুব সংগঠনের কর্মীরা র‌্যালী করে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে ৫ মিনিট সড়ক অবরোধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *