‘বিশ্ব বাস্তবতার সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিতে হবে’

বিশ্ব বাস্তবতার সাথে তাল মিলিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাশাপাশি শিক্ষা কার্যক্রমকে সময়োপযোগী করার আহ্বান জানান সরকার প্রধান। সোমবার সকালে গণভবনে জাতীয় শিক্ষাক্রম রূপরেখার খসড়া উপস্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার সুযোগ নেই।’ শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার আওতায় আনতে আওয়ামী লীগ সরকার প্রাক-প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করেছে, যা অন্যতম সময়োপযোগী পদক্ষেপ বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *